পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Women labour agitation : ন্যায্য মজুরির দাবিতে মহিলা শ্রমিকদের আন্দোলন, পাশে আইএনটিটিইউসি

8 ঘণ্টার বেশি সময় কাজ করানো হয়, খাবার সময়ও দেওয়া হয় না ৷ অতিরিক্ত কাজের পারিশ্রমিক দেওয়া হয় না ৷ এই সব অভিযোগ নিয়ে লাগাতার আন্দোলনে নেমেছেন আটা ও ময়দা কারখানার মহিলা শ্রমিকরা ৷ তাঁদের পাশে দাঁড়াল তৃণমূলের শ্রমিক সংগঠন ৷

আন্দোলনরত মহিলা শ্রমিকেরা
আন্দোলনরত মহিলা শ্রমিকেরা

By

Published : Aug 11, 2021, 10:40 PM IST

মালদা, 11 অগস্ট : আটা ও ময়দা কারখানার মহিলা শ্রমিকদের আন্দোলনে পাশে দাঁড়াল তৃণমূলের শ্রমিক সংগঠন, আইএনটিটিইউসি (INTTUC) । মহিলা শ্রমিকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন সংগঠনের ব্লক সভাপতি । মজুরি বৃদ্ধি, দৈনিক 8 ঘণ্টা কাজ-সহ একাধিক দাবিতে গত শনিবার থেকে শুরু হয়েছে মহিলা শ্রমিকদের আন্দোলন ।

পুরনো মালদার নারায়ণপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসছে গৌড় ফ্লাওয়ার মিলস্‌ নামে একটি আটা ও ময়দা তৈরির কারখানা । সেখানে পুরুষ ও মহিলা, উভয়েই শ্রমিক হিসেবে কাজ করেন । কারখানায় মহিলা শ্রমিকের সংখ্যা 140 । তাঁদের অভিযোগ, সরকার নির্ধারিত দৈনিক 250 টাকার পরিবর্তে তাঁদের 200 টাকা দেওয়া হচ্ছে । সরকারি আইনের তোয়াক্কা না করে তাঁদের দৈনিক 12 ঘণ্টা কাজ করানো হয় । তার জন্য তাঁদের কোনও ওভারটাইম দেওয়া হয় না । দুপুরের খাওয়ার সময় এবং বিকেলে টিফিনের সময়ও কমিয়ে দিয়েছে মালিকপক্ষ । শুধু তাই নয়, প্রচণ্ড গরমে কোনও মহিলা ফ্যানের নিচে দাঁড়ালে, মালিকপক্ষের লোকজন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে । এমনকি মোবাইল ফোন নিয়ে তাঁদের কারখানায় ঢুকতে দেওয়া হয় না ।

মজুরি বৃদ্ধি-সহ এরকম একাধিক দাবিতে শেষ পর্যন্ত শনিবার থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করেছেন মহিলা শ্রমিকরা । পরিস্থিতি স্বাভাবিক করতে গতকাল মালদা থানার পুলিশ, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয় । তবে সেই বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি । আজ মহিলা শ্রমিকদের সমর্থনে তাঁদের পাশে দাঁড়িয়েছে তৃণমূলের শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি ।

আরও পড়ুন : Schools in Kamatpuri Language : উত্তরবঙ্গে কামতপুরী ভাষায় 100টি স্কুল স্থাপনের দাবি

বিক্ষোভরত এক মহিলা শ্রমিক পায়েল চৌধুরী বলেন, "সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে মেয়েরা কাজ করে । কিন্তু বেতন কম, মাত্র 200 টাকা দেওয়া হয় । অথচ সরকারি আইনে 8 ঘণ্টার জন্য 250 টাকা মজুরি বরাদ্দ রয়েছে । আমরা সকাল 8 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত কাজ করতে চাই । আমাদের লাঞ্চ ও বিকেলের টিফিনের সময়ও কমিয়ে দেওয়া হয়েছে । এটাও ঠিক করতে হবে ।" পায়েল আরও বলেন, "আমরা সরকার নির্ধারিত মজুরি দাবি করেছি । তা না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব । আজ তৃণমূলের দাদারা আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন । তাঁদের নিয়ে আমরা নিজেদের দাবিতে আন্দোলন চালিয়ে যাব ।"

পুরনো মালদা ব্লক আইএনটিটিইউসি সভাপতি বিশ্বজিৎ হালদার বলেন, "এই কারখানায় দীর্ঘদিন ধরে পুরুষ ও মহিলা শ্রমিকরা কাজ করেন । আমরা জানতে পেরেছি, মালিকপক্ষ মহিলা শ্রমিকদের ন্যায্য মজুরি দেয় না । শ্রমিকদের বেআইনিভাবে 12-14 ঘণ্টা কাজ করায় ।" তিনি জানান মহিলা শ্রমিকরা এনিয়ে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ তাদের সংগঠন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে ।

বিশ্বজিৎ বলেন "আমাদের দাবি, সরকারের নির্ধারিত হারে এই শ্রমিকদের মজুরি দিতে হবে । 8 ঘণ্টার বেশি কাজ করালে তাঁদের ওভারটাইম দিতে হবে । মহিলাদের উপর এখানে নির্যাতন করা হয় বলেও খবর পেয়েছি । সেসব বন্ধ করতে হবে । আমরা এই মহিলাদের সংগঠিত করে সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিকপক্ষ এবং সরকারি আধিকারিকদের নিয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করব । সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে ।"

এবিষয়ে মালিকপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । ফোনে যোগাযোগ করা যায়নি কারখানার মালিক জয়দেব সাহার সঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details