পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটকর্মীরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন : রাজীব - election workers

দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে আজ সকালে মালদা শহরে পদযাত্রা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজীববাবু বলেন, "ভোটকর্মীরাও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছেন৷"

রাজীব বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 18, 2019, 12:39 PM IST

মালদা, 18 এপ্রিল : "ভোটকর্মীরাও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছেন৷ কিছু কর্মী যারা রাজনৈতিকভাবে যুক্ত, তাঁরা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটাচ্ছেন৷" মালদায় দলীয় প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে প্রচারে এসে ভোটকর্মীদের প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়৷

দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে আজ সকালে মালদা শহরে পদযাত্রা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়

দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে আজ সকালে মালদা শহরে পদযাত্রা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজীববাবু বলেন, "তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করে না৷ আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি৷ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের জন্য কাজ করেন৷ কোথাও কোনও বিরোধী নেই৷ একটাই দল, তৃণমূল কংগ্রেস৷ আমরা আশাবাদী, 42-এ 42 হবে৷"


এতদিন CPI(M) রাজ্যে ক্ষমতায় থেকেও মালদায় কংগ্রেসের মাটি কাড়তে পারেনি, তৃণমূল কী পারবে? উত্তরে তিনি বলেন, "CPI(M)-কে পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিকভাবে বিতাড়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, তিনি যেভাবে মানুষের পাশে থাকেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিকে বিরোধীরা ঝড়ের মতো উড়ে চলে যাবে৷"

বিরোধীরা পঞ্চায়েতে সন্ত্রাসের অভিযোগ তুলেছে, এখন ভোটকর্মীরা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে চাইছেন না৷ এর প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজীববাবু বলেন, "আমার মনে হয় ভোটকর্মীরাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন৷ কোথাও কোনও গন্ডগোল নেই৷ গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন৷ 2011-তে মা-মাটি-মানুষের সরকার আসার পর দেখিয়ে দিয়েছে নির্বাচন উৎসবের মেজাজে হয়৷ এবারও তার ব্যতিক্রম হবে না৷"

ABOUT THE AUTHOR

...view details