পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Special Event: বোনের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটা

বোনফোঁটা, ক্যালেন্ডারে খুঁজলে চোখে পড়ে না (Special Event Bonfonta)৷ তবে মালদায় রাস পূর্ণিমার দিন প্রতিবছর সাড়ম্বরে পালিত হয় বোনফোঁটা ৷ স্থানীয় মহিলা একে অপরের কপালে ফোঁটা দিয়ে উচ্চারণ করেন তাঁদের নিজেদের তৈরি মন্ত্র ‘‘বোনকে দিলাম বোনেরা ফোঁটা / যমের দুয়ারে পড়ল কাঁটা/ শাস্ত্র গুরু চোখ রাঙালেও, বোনকে বাঁচাক আশিস ফোঁটা ৷’’

Special Event
বোনের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটা

By

Published : Nov 8, 2022, 8:32 PM IST

মালদা, 8 নভেম্বর:রাস পূর্ণিমার বোনফোঁটা (special event bonfonta )। বিগত চার বছর ধরে এদিন বোনেদের মঙ্গল কামনায় এই উৎসব পালন করে আসছেন মালদার মেয়েরা। অন্যান্য বছরের মতো এবছরও মালদা শহরের মকদুমপুর সংলগ্ন এলাকায় এই উৎসবের আয়োজন করা হয়েছে । উপস্থিত ছিলেন স্থানীয় মহিলারা, ছাত্রী, অধ্যাপকও ৷

বোনফোঁটার প্রচলন করেন মালদা কলেজের অধ্যাপক সুদেষ্ণা মৈত্রের মাথায়। তিনি বলেন, “তিন বছর আগে ক্যালেন্ডার দেখে মনে হয়েছিল বোনেদের ভালো চেয়ে, দীর্ঘায়ু কামনা করে কোনওরকম উৎপব পালন করে না। তারপর বোনফোঁটার আয়োজন করি। সোশাল মিডিয়ায় নিজের ইচ্ছের কথা প্রকাশ করতেই অনেক সাড়া মিলেছিল। ব্যস, তারপর থেকে প্রতি বছর আমরা বোনফোঁটা পালন করে আসছি। ঠিক যেভাবে ভাইফোঁটা পালন করা হয়, সেই রীতি মেনেই আমরা বোনফোঁটা পালন করছি। প্রত্যেকে বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে এনেছে। বোনকে দিলাম বোনেরা ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। শাস্ত্রগুরু চোখ রাঙালেও…বোনকে বাঁচাক আশিস ফোঁটা। এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই আমরা বোনেদের মঙ্গল কামনা করছি।”

বোনের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটা

আরও পড়ুন: বোন অগ্নিসার থেকে ফোঁটা নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রথম বছর থেকেই এই উৎসবে সামিল হয়ে আসছেন বর্ণালি মৈত্র। তিনি বলেন, “আমরা এখানে বোনফোঁটা পালন করছি। এনিয়ে টানা চার বছর ধরে আমরা এই উৎসব পালন করছি। ভাইফোঁটার বিরুদ্ধে কোনও প্রথা নয়। ভাইফোঁটা আমাদের যথেষ্ট প্রিয় অনুষ্ঠান। আমরা মেয়েরা, মেয়েদের মঙ্গলকামনায় এই অনুষ্ঠানের আয়োজন করে আসছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের বোনদের কাছে বার্তা দিতে চাইছি, সমাজের বোনেরা যেন একে অপরকে ভালোবাসে। একে অপরের খেয়াল রাখে।”

ABOUT THE AUTHOR

...view details