মালদা, ২৭ জুন : শ্বশুরবাড়ির রান্নাঘর থেকে উদ্ধার জামাইয়ের পচাগলা দেহ ৷ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরোই গ্রাম পঞ্চায়েতের সাতরাই গ্রামের ঘটনা ৷ আজ বিকেলে খবরটা জানাজানি হওয়ার পরই তীব্র চাঞ্চল্য ছড়াই এলাকায় ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশ ৷
শ্বশুরবাড়ির রান্নাঘর থেকে উদ্ধার জামাইয়ের পচাগলা দেহ
আজ বিকেলে ওই বাড়ি রান্নাঘর থেকে দুর্গন্ধ বেরোতে থাকায় প্রতিবেশীরা বিষয়টি আঞ্জুরার বাড়িতে জানায় ৷ তখনই দেখা যায়, রান্নাঘরে ঝুলছে হাবুলের দেহ ৷
শ্বশুরবাড়ির রান্নাঘর থেকে উদ্ধার জামাইয়েরপচাগলা দেহ
ব্যক্তি নাম হাবুল আলি(৩৫)৷ বাড়ি ওই ব্লকেরই ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে৷ পেশায় শ্রমিক ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে তাঁর নিকাহ হয় সাতরাই গ্রামের আঞ্জুরা বিবির সঙ্গে ৷ শ্বশুরবাড়িতে ঘরজামাই হয়ে থাকতেন তিনি৷ তাদের একটি ছেলে ও এক মেয়ে রয়েছে ৷ লকডাউনে তিনি আর্থিক সমস্যায় ভুগছিলেন ৷ এনিয়ে সম্প্রতি বিবির সঙ্গে তাঁর বিবাদও হয় ৷ আজ বিকেলে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে থাকায় প্রতিবেশীরা বিষয়টি আঞ্জুরার বাড়িতে জানায় ৷ তখনই দেখা যায়, রান্নাঘর থেকে হাবুলের দেহ ঝুলছে ৷ এরপরেই গ্রামের লোকজন হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেয় ৷
হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, "খবর পেয়েই মৃতদেহটি উদ্ধার করেছি ৷ অন্তত তিনদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমাদের অনুমান ৷ মৃতদেহের নীচে গ্যাস সিলিন্ডার ও প্লাস্টিকের বালতি পরে থাকতে দেখা গিয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে৷ তবে গোটা বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমাদেরও ৷"