রাস্তা ও সেতু না পেয়ে ভোট থেকে মুখ ফেরালেন গ্রামবাসীরা মালদা, 15 জুন: মনোনয়ন পর্বের মধ্যেই ভোট বয়কটের স্লোগান ৷ এবার হবিবপুরে ৷ বঞ্চনার অভিযোগ অবশ্য নতুন নয় ৷ এলাকার বেহাল রাস্তা আর পাকা সেতুর দাবিতে স্থানীয়রা জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করেছেন ৷ একবার নয়, বারবার ৷ কিন্তু কেউই তাঁদের কথা কানে তোলেনি ৷ তেমনটাই অভিযোগ সবার ৷ এবার তাঁদের জবাব দেওয়ার সময় এসেছে ৷ জবাব দিয়েছেন তাঁরা ৷ মিছিল করে, ফেস্টুন লাগিয়ে তারা জানিয়ে দিয়েছেন, এবার আর তাদের ভোট নিতে আসার প্রয়োজন নেই কারও ৷ কারণ তারা ভোট দেবেন না ৷
ঘটনাটি হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের 122 এবং 122 বি নম্বর বুথের ৷ এই দু'টি বুথের অধীনে রয়েছে রাধাকান্তপুর, জগন্নাথপুর ও রামকৃষ্ণপুর গ্রাম ৷ তিনটি গ্রামের ভোটার সংখ্যা কমপক্ষে 1500 ৷ তাঁদের অভিযোগ, এলাকায় পাকা রাস্তা আর স্থায়ী সেতু নির্মাণের দাবিতে ন'মাস ধরে সবার দরজায় ঘুরছেন তাঁরা ৷ কেউ তাঁদের কথা শোনেনি ৷ তাই আর কোনও রাজনৈতিক দল নয়, এলাকার সমস্যা সমাধানের দাবিতে তারা এককাট্টা ৷ এদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি ৷ বুধবার গ্রামবাসীরা এ নিয়ে এলাকায় বিক্ষোভও দেখান ৷
গ্রামের বাসিন্দা মুক্তি বিশ্বাস সাফ জানান, গ্রামের রাস্তা অনেকদিন ধরেই বেহাল ৷ এলাকায় ঢোকার মুখে নদীতে কোনও স্থায়ী সেতু নেই ৷ এই দুই দাবিতে তাঁরা স্থানীয় বিধায়ক, সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত, ব্লক ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷ তাই এবার আমরা ভোট বয়কট করলেন ৷ কেউ এই এলাকা থেকে প্রার্থী হবে না ৷ কোনও ভোটকর্মীকেও এলাকায় ঢুকতে দেবেন না তাঁরা ৷ তিনি বলেন, "1981 থেকে এখনও পর্যন্ত আমরা সমস্যায় জর্জরিত ৷ সরকার আমাদের দেখেনি ৷ আমরা কেন সরকারকে দেখব ?"
ফেস্টুন লাগিয়ে মিছিল গ্রামের মহিলাদের আরও পড়ুন:বেহাল রাস্তা সংস্কার না-হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের
এ নিয়ে হবিবপুরের বিডিও সুপ্রতীক সাহা বলছেন, "রাধাকান্তপুর, জগন্নাথপুর ও রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দাদের রাস্তা ও ব্রিজের দাবি দীর্ঘদিনের ৷ এর আগে গ্রামবাসীরা এ নিয়ে বিডিও অফিসে এসেছিলেন ৷ তখন দেখা যায়, এই রাস্তা ও ব্রিজ নির্মাণের দায়িত্ব পূর্ত দফতরের ৷ প্রায় 33 কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশ তৈরি হয়ে গেলেও এই অংশটুকুর কাজ হয়নি ৷ পূর্ত দফতর জানায়, গ্রামবাসীদের বাধাতেই এই রাস্তা সম্পূর্ণ নির্মাণ করা যায়নি ৷ তবে আবার এই রাস্তার প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে ৷ হবিবপুর ব্লকের মানুষের উদ্দেশ্যে আমার আবেদন, তাঁরা সবাই যেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন ৷ ভোটের বাক্সে নিজেদের মতামত প্রয়োগ করেন ৷"