পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মালদায় গ্রেপ্তার ১৭ - cab protesters arrested in malda

NRC ও CAA আন্দোলনে জড়িত 17 জনকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানা এবং রেল পুলিশ ৷ তাদের মালদা জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

aa
গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীরা

By

Published : Dec 16, 2019, 11:21 PM IST

মালদা, ১৬ ডিসেম্বর : NRC ও CAA বিরোধী আন্দোলনে গতকাল ভালুকা রোড স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা । আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করছে হরিশ্চন্দ্রপুর থানা এবং রেলপুলিশ । ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয় । তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । এদিকে আজ রতুয়া ১ নম্বর ব্লকের মতিগঞ্জ এলাকার তারানগর মোড়ে পুলিশ ও RAF-এর সঙ্গে ঝামেলা বাধে আন্দোলনকারীদের । অভিযোগ, সেই সময় নিরাপত্তাকর্মীদের উপর হামলা চালায় আন্দোলনকারীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শূন্যে দু'রাউন্ড গুলি চালায় পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । লাঠিচার্জও করা হয়। এরপর ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা ।

NRC ও CAA-র বিরোধিতার নামে গতকাল ভালুকা রোড স্টেশনে রীতিমতো তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা । রেলের সম্পত্তি নষ্টের পাশাপাশি তারা পুলিশের উপরেও হামলা চালায়। মাথা ফাটে এক পুলিশকর্মীর । সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হরিশ্চন্দ্রপুর থানা ও রেল পুলিশ । গতকাল রাতভর বিভিন্ন এলাকায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ । ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয় ১৭ জনকে ।

এদিকে আজও বিক্ষোভ হয়েছে মালদায় । একটি প্রতিবাদ মিছিল চাঁচলের ভাদো থেকে রতুয়ার সামসির দিকে আসছিল । মিছিলে অংশ নিয়েছিল মহিলারাও ৷ ১৪৪ ধারা জারি থাকায় তারানগর মোড়ে মিছিলে বাধা দেয় পুলিশকর্মীরা । ধস্তাধস্তি শুরু হয় দু'পক্ষের মধ্যে । রাস্তায় কাঠের গুঁড়ি জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা । অভিযোগ, সেই সময় নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরে শূন্যে দুই রাউন্ড গুলি চালায় । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । ঘটনায় কেউ হতাহত হয়নি । রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তবে এনিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details