পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় পিকআপ ভ্যানে উদ্ধার 10 লাখের ব্রাউন সুগার - গ্রেফতার 5

গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে পিকআপ ভ্য়ানে তল্লাশি ৷ উদ্ধার 1 কিলো ব্রাউন সুগার ৷ গ্রেফতার গাড়ির চালক-সহ পাঁচ ৷ মালদা থানার পুলিশের জালে দীর্ঘদিন ধরে পলাতক মাদক পাচারকারী ৷

wb_mld_02_drugs_recover_and_five_arrest_7203520
মালদায় পিকআপ ভ্যানে উদ্ধার 10 লাখের ব্রাউন সুগার

By

Published : Apr 1, 2021, 5:25 PM IST

মালদা, 1 এপ্রিল : ভোটের মুখে বড় সাফল্য মালদা থানার ৷ বুধবার সন্ধেয় পুরাতন মালদার নারায়ণপুর সংলগ্ন শিমুলঢাব এলাকায় উদ্ধার এক কিলোগ্রাম ব্রাউন সুগার ৷ মাদক পাচারের অভিযোগে গ্রেফতার পাঁচজন ৷ পুলিশ সূত্রে খবর, 34 নম্বর জাতীয় সড়ক ধরে মালদার দিকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়েই এই সাফল্য পায় মালদা থানার পুলিশ ৷ উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারদর প্রায় 10 লাখ টাকা ৷

বুধবার গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ি থেকে মালদাগামী একটি পিকআপ ভ্যানে মাদক পাচার করা হচ্ছে ৷ সেই মতো শিমুলঢাব এলাকায় জাল পাতে পুলিশ ৷ সন্ধে নাগাদ নির্দিষ্ট নম্বরের পিকআপ ভ্যানটি সেখানে পৌঁছালে পুলিশকর্মীরা গাড়িটি আটকান ৷ তারপর গাড়িতে তল্লাশি চালাতেই ব্রাউন সুগারের হদিস মেলে ৷ এরপরই গাড়ির চালক-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷ তাদের হেপাজত থেকে বাজেয়াপ্ত করা হয় পাঁচটি মোবাইল ও নগদ 11 হাজার 500 টাকা ৷ বাজেয়াপ্ত করা হয় পিকআপ ভ্যানটিও ৷

পুলিশ সূত্রে খবর, ঘটনায় ধৃতরা হল কালিয়াচকের মল্লিকপাড়া গ্রামের অভিরাম মণ্ডল, ইংরেজবাজারের পিয়াসবাড়ি গ্রামের বিশ্বজিৎ ঘোষ ও রামকেলি গ্রামের ধনঞ্জয় হালদার, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডী গ্রামের আজহার আলি এবং দক্ষিণ দিনাজপুরেরই বংশীহারী থানার দৌলতপুর গ্রামের সোনারাম মাহাত ৷

মালদা থানার পুলিশ জানিয়েছে, এই চক্রের পান্ডা অভিরাম ৷ সে প্রায় পাঁচ বছর ধরে মাদক পাচারে জড়িত ৷ দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল ৷ কিন্তু সঙ্গী-সাথীরা গ্রেফতার হলেও প্রতিবারই পুলিশের জাল কেটে পালিয়ে যায় অভিরাম ৷ শেষমেশ বুধবার তাকে পাকড়াও করে মালদা থানার পুলিশ ৷

মাদক পাচারের অভিযোগে গ্রেফতার 5 ৷

আরও পড়ুন :শিলিগুড়িতে পুলিশের অভিযানে উদ্ধার ব্রাউন সুগার, গ্রেফতার 1

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, নির্দিষ্ট সূত্র মারফত আসা খবরের ভিত্তিতে পদক্ষেপ করাতেই সাফল্য পেয়েছে মালদা থানা ৷ এক্ষেত্রে অভিরামের গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত পুলিশ সুপারের ৷

ABOUT THE AUTHOR

...view details