মালদা, 5 অগস্ট: মালদার সাইবার ক্রাইম থানায় দায়ের হবে শুধু আন্তর্জাতিক প্রতারণার অভিযোগ ৷ পুলিশ সুপারের নির্দেশে এখন থেকে ওই থানায় অন্য কোনও মামলা নয়, বরং শুধুমাত্র আন্তর্জাতিক প্রতারণার অভিযোগই দায়ের হবে বলে খবর ৷ জেলার কোনও বাসিন্দা সাইবার দুষ্কৃতীদের শিকার হলে তাঁরা নিজেদের এলাকার থানায় অভিযোগ দায়ের করবে ৷ পুলিশ সুপারের এই সিদ্ধান্তে নিশ্চিতভাবে সুবিধে হল জেলাবাসীর ৷ কিন্তু শুধুই কি জেলাবাসীর সুবিধের জন্য পুলিশ সুপারের এই সিদ্ধান্ত ? নাকি সাইবার ক্রাইম থানার কাজকর্ম নিয়ে তিনি বীতশ্রদ্ধ ! এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে খোদ পুলিশের অন্দরমহলে ৷
পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "এতদিন জেলায় একটি সাইবার ক্রাইম থানা থাকায় মানুষের অভিযোগ দায়ের করতে সমস্যা হচ্ছিল ৷ বিশেষত দূরবর্তী এলাকার মানুষজন ঘটনার পর সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করতে পারছিলেন না ৷ এতে তদন্তেও সমস্যা হচ্ছিল ৷ জেলাবাসীর কথা বিবেচনা করেই জেলার প্রতিটি থানায় সাইবার ক্রাইমের অভিযোগ জমা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে মানুষের অভিযোগ করতেও সুবিধে হবে ৷ তবে জেলা সাইবার ক্রাইম থানা বন্ধ হচ্ছে না ৷ ওই থানাও চালু রয়েছে ৷" যদিও পুলিশ মহলের একটি অংশের দাবি, সাম্প্রতিক সময়ে সাইবার ক্রাইম থানার কাজকর্ম নিয়ে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল ৷ ওই থানার তদন্ত নিয়েও পুলিশকর্তারা একাধিকবার প্রশ্ন তুলেছিলেন ৷ এসব কারণেও পুলিশ সুপার এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করছে পুলিশের ওই মহল ৷
আরও পড়ুন:অনলাইনে বিদ্যুৎ বিল দিতে গিয়ে বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা
বর্তমান সময়ে প্রতি মুহূর্তে সাইবার ক্রাইমের শিকার হচ্ছে সাধারণ মানুষ ৷ শুধু সমাজের নীচুস্তরের মানুষজন নয়, এর শিকার হচ্ছেন উঁচুতলার অনেকেও ৷ কখনও চাকরি, কখনও লটারি, কখনও বা বিদ্যুতের বিল বকেয়া নিয়ে মোবাইল ফোনে মেসেজ আসছে ৷ কখনও বা ব্যাংকের কেওয়াইসি আপডেট করানোর আবেদন জানানো হচ্ছে ৷ কিছুদিন থেকে তো আয়কর বিভাগের নামেও সাইবার জালিয়াতি করা হচ্ছে ৷