মালদা, 25 মে : চার হাজার ইয়াবা ট্যাবলেট-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃতকে আজ মালদা জেলা আদালেত পেশ করা হয়েছে ৷
গোপন সূত্রে খবর পেয়ে, ভোর রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল মিলিক সুলতানপুর এলাকায় হানা দেয় ৷ তথ্য অনুযায়ী, এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি প্যাকেট ৷ ওই প্যাকেট থেকে মোট চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ৷