পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরাতন মালদার বাজারে জালনোট চালানোর চেষ্টা , গ্রেপ্তার 1 - মালদায় জাল নোট

আজ পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ঝন্টু মোড় বাজারে দু’হাজার টাকার জালনোট চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি ৷ স্থানীয় মানুষজন ওই ব্যক্তিকে মারধর করে ৷ তাকে আটকে রেখে খবর দেওয়া হয় মালদা থানায় ৷ শেষপর্যন্ত পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়

Fake Currency
জাল নোট চালানোর চেষ্টায় গ্রেপ্তার 1

By

Published : Sep 20, 2020, 5:29 PM IST

মালদা , 20 সেপ্টেম্বর : জালনোট পাচারের জন্য দেশজুড়ে কুখ্যাতি রয়েছে মালদা জেলার ৷ বাংলাদেশ থেকে আমদানি করে এই জেলা দিয়েই গোটা দেশে জালনোট ছড়িয়ে দেয় কারবারিরা ৷ কিন্তু এই জেলার বাজারে এতদিন জালনোট ছড়ানোর চেষ্টা করেনি তারা ৷ অন্তত পুলিশ সূত্রে সেটাই জানা গিয়েছে ৷ কারণ, জালনোট কারবারিরা তাদের জায়গায় কোনও বিঘ্ন ঘটাতে চায়নি ৷ কিন্তু আজ পুরাতন মালদার এক বাজারে জালনোট চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি৷ তাতেই প্রশ্ন উঠেছে, তবে কি এবার এই জেলাতেও জালনোট ছড়িয়ে দিচ্ছে কারবারিরা ? যদি তেমন হয় , তবে পুজোর মুখে নিশ্চিতভাবে সমস্যায় পড়তে চলেছে পুলিশ প্রশাসন ৷

আজ পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ঝন্টু মোড় বাজারে দু’হাজার টাকার জালনোট চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি ৷ স্থানীয় মানুষজন ওই ব্যক্তিকে মারধর করে ৷ তাকে আটকে রেখে খবর দেওয়া হয় মালদা থানায় ৷ শেষপর্যন্ত পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ৷ অভিযুক্তের নাম বাবুল (35)৷ বাড়ি কালিয়াচক থানার সুজাপুর এলাকায় ৷ আজ সে ঝন্টু মোড় বাজারের মুদির দোকানদার বাবলু দাসের দোকানে যায় ৷ বাবলুবাবু বলেন , ’’সব মিলিয়ে 135 টাকার বাজার করে ওই ব্যক্তি ৷ সে আমাকে একটি দু’হাজার টাকার নোট দেয় ৷ নোটটি দেখেই বুঝতে পারি , সেটি জাল ৷ আমি তাকে ওই নোটটি পালটে দিতে বলি ৷ সে আমাকে একটি আসল 500 টাকার নোট দেয় ৷ কিন্তু জালনোট চালাতে গিয়ে ধরা পড়ে সে আমার কাছে পাঁচ টাকা ছাড় দেওয়ার কথা বলতে থাকে ৷ এনিয়ে ঝামেলা শুরু হয় ৷ আমি সবাইকে ডাকি ৷ তারপরেই তাকে হাতেনাতে ধরা হয় ৷ আগের রবিবারও সে এখানে এক মাছবিক্রেতাকে দু’হাজার টাকার জালনোট দিয়ে গিয়েছিল ৷

মালদা থানার পুলিশ জানিয়েছে , আপাতত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ এই ঘটনায় আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা চলছে ৷ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ উল্লেখ্য , 18 সেপ্টেম্বর এক লাখ 90 হাজার জালনোট উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ । প্রেস বিবৃতিতে ইংরেজবাজার থানার IC জানিয়েছিলেন , প্রাথমিকভাবে তাঁরা অনুমান করছেন পুজোর মরশুমে কারবারিরা বাজারে জালনোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে । সেই ঘটনার 72 ঘণ্টা পেরোনোর আগেই বাজারে জালনোট চালিয়ে দেওয়ার চেষ্টার ঘটনা সামনে এসেছে। তবে কি পুলিশের অনুমান সত্যি ? যদি তা হয় তবে পুজোর মুখে নিশ্চিতভাবে সমস্যায় পড়তে চলেছে জেলা পুলিশ প্রশাসন ।

ABOUT THE AUTHOR

...view details