মালদা, 29 অগস্ট : বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হয়েছিল ৷ মাস চারেক পর ফের গ্রেফতার বিজেপি পঞ্চায়েত প্রধানের ভাইপো । আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে তার দুই সঙ্গীকেও ।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মালদা থানার পুলিশের একটি দল সদরঘাট এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে । ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে দুটি মোটরবাইক ও তিনটি মোবাইল ফোনও । ধৃতদের নাম আকাশ মণ্ডল, নয়ন সাহা এবং তাপস মণ্ডল । তারা সকলেই পুরাতন মালদার বাসিন্দা । আকাশ পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উকিল মণ্ডলের ভাইপো । বিধানসভা নির্বাচনের আগে পুরাতন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আকাশের যোগ পেয়েছিল মালদা থানার পুলিশ । গ্রেফতার করা হয়েছিল তাকে ।