মালদা, 26 জুলাই: সংসদ চত্বরে গান্ধিমূর্তির সামনে বিক্ষোভ দেখানোর সময় তিনি জানিয়েছিলেন, পাকুয়াহাটের ঘটনা লোকসভায় উত্থাপন করবেন ৷ তাঁর হুমকি যে খুব একটা ফাঁকা ছিল না, তার প্রমাণ দিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ লোকসভার জিরো আওয়ারে পাকুয়াহাটে নারী নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনার জন্য তিনি লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছেন ৷ যদিও কবে এই বিষয়টি নিয়ে লোকসভায় আলোচনা হবে, তা এখনও জানা যায়নি ৷ সাংসদের দাবি, লোকসভার স্পিকারের পরামর্শেই তিনি সেক্রেটারি জেনারেলকে এই চিঠি দিয়েছেন ৷
পাকুয়াহাটে প্রকাশ্যে দুই মহিলাকে নির্যাতনের ঘটনা জেনে ফেলেছে সারা দেশ ৷ এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ না খুললেও তাঁর মন্ত্রীসভার সদস্য শশী পাঁজা জানিয়েছেন, এসব সামান্য ঘটনা ৷ তৃণমূল নেতৃত্ব অনেক বেশি গুরুত্ব দিচ্ছে মণিপুরে নারী নির্যাতনের ঘটনাকে ৷ চলতি সপ্তাহেই সে রাজ্যে যেতে পারে 26টি বিরোধী দলের জোটের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷ মণিপুরের ঘটনা নিয়ে আজ লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে 'ইন্ডিয়া' জোট ৷ তাই মণিপুরের ঢাল হিসাবে পাকুয়াহাটের ঘটনাকে বিজেপি যে সামনে আনার চেষ্টা করে যাবে, তা প্রথম থেকেই বোঝা গিয়েছিল ৷ বাস্তবেও সেটাই হয়েছে ৷