পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda News : সম্পত্তি হাতিয়ে বাবা-মাকে তাড়াল ছেলে, প্রতিবাদ করায় বৃদ্ধকে খুনের চেষ্টা - Man kicked out parents over property dispute in Malda

ছোট ছেলেকে বিশ্বাস করে সবকিছু লিখে দিয়েছিলেন ৷ তাতেই কাল হল ৷ শাশুড়ির কুমন্ত্রণায় বৃদ্ধ বাবা-মা কে বাড়ি থেকে তাড়াল ছেলে ও বউমা (Man kicked out parents over property dispute in Malda) ৷ পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকার সাহানগর গ্রামের ঘটনা ৷

old malda
বিতাড়িত বৃদ্ধ দম্পতি

By

Published : Apr 21, 2022, 7:26 PM IST

মালদা, 21 এপ্রিল : ছোট ছেলের উপর ছিল অগাধ বিশ্বাস । তাই বড় দুই ছেলেকে ব্রাত্য করে নিজের সব কিছু তুলে দেন ছোট ছেলের হাতে । শুধুমাত্র ভিটে জমি আর লাখ দু'য়েক টাকা নিজের কাছে রাখেন । কিন্তু সেই বিশ্বাসই কাল হয়েছে 70 বছরের এক বৃদ্ধের । এক বছর আগে তাঁর নামে থাকা সম্পত্তি হস্তগত করে নেয় ছোট ছেলে ও বউমা । তারপর থেকেই বৃদ্ধ বাবা-মা কে বাড়ি ছাড়া করতে শুরু হয় অত্যাচার । ঘটনাটি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকার সাহানগর গ্রামের ।

অভিযোগ, বুধবার দুপুরে ছেলে-বউমা ও ছেলের শাশুড়ি মিলে বৃদ্ধ দম্পতিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় । প্রতিবাদ করায় বৃদ্ধকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করে তারা (Man kicked out parents over property dispute in Malda)। শেষ পর্যন্ত গ্রামবাসীদের সহায়তায় বৃহস্পতিবার ছেলে-বউমা ও ছেলের শাশুড়ির বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধ দম্পতি ।

আরও পড়ুন :Son Murders Mother : নিত্য অশান্তি-মারধর, বালুরঘাটে মাকে পুড়িয়ে মারল ছেলে-বউ

বৃদ্ধের নাম খুরশেদ আলি । তাঁর স্ত্রী বছর পঁয়ষট্টির রুমা বিবি গুরুতর অসুস্থ ৷ পুলিশে দায়ের করা অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, বৃদ্ধ বয়সে তাঁদের দেখভাল করার আশ্বাস দিয়েছিল ছোট ছেলে জাকির হোসেন ও বউমা সাবিনা বিবি । সেই মতো স্ত্রী-কে সঙ্গে নিয়ে নিজেদের বাড়িতেই ছিলেন । কিছুদিন পর জাকিরের শাশুড়ি রাবিয়া বেওয়া তাদের বাড়িতে এসে বসবাস শুরু করতেই শুরু হয় বিপত্তি ৷ তারা সবাই চক্রান্ত করে ধীরে ধীরে তাঁর কাছে থাকা দু’লাখ টাকা হাতিয়ে নেয় । ভুল বুঝিয়ে বৃদ্ধের নামে থাকা পাঁচ কাঠা জমিও নিজের নামে লিখিয়ে নেয় ছোট ছেলে । ওই জমির বর্তমান বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা । এরপরেই গত এক বছর ধরে তাঁদের উপর অত্যাচার শুরু করে ছোট ছেলে-বউমা ও ছেলের শাশুড়ি । বুধবার দুপুরে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বৃদ্ধকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে অভিযুক্তরা । সেই সময় বৃদ্ধের নাতি এস্তাউল হক বাঁচাতে এলে তাকেও ধারালো হাঁসুয়া নিয়ে তাড়া করে ছোট ছেলে ।

আরও পড়ুন :Nadia News : ঘর ছেড়েছে স্বামী, বিশেষভাবে সক্ষম দুই সন্তানকে নিয়ে আতান্তরে ক্যান্সার আক্রান্ত মহিলা

বৃহস্পতিবার মালদা থানায় উপস্থিত হয়ে খুরশেদ আলি বলেন, "ছোট ছেলে আমাকে আর আমার অসুস্থ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছে । আমার নামে যা ছিল, তা ওরা সব কৌশলে নিজেদের নামে করে দিয়েছে । ওর মায়ের গয়নাগুলোও বিক্রি করে দিয়েছে । এখন আমাদের খেতে দেবে না বলছে । আমি এর বিচার চাই । তাই থানায় এসেছি ।"

অভিযোগ পেয়েই বৃদ্ধ দম্পতিকে বাড়ি ফেরাতে উদ্যোগী হয় মালদা থানার পুলিশ । এই বিষয়ে আইসি হীরক বিশ্বাস জানান, ইতিমধ্যে ওই বৃদ্ধ দম্পতিকে নিয়ে পুলিশকর্মীরা সাহানগর গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন । অভিযুক্ত ছেলে যদি তাঁদের ঘরে ফিরিয়ে নেয় তবে ভাল, নইলে তিন অভিযুক্তের বিরুদ্ধেই আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন :Mother Torturing in Cooch Behar: ছেলে ও পুত্রবধূর অত্যাচারে পুলিশের দ্বারস্থ ঘরছাড়া বৃদ্ধা

ABOUT THE AUTHOR

...view details