মালদা, 21 এপ্রিল : ছোট ছেলের উপর ছিল অগাধ বিশ্বাস । তাই বড় দুই ছেলেকে ব্রাত্য করে নিজের সব কিছু তুলে দেন ছোট ছেলের হাতে । শুধুমাত্র ভিটে জমি আর লাখ দু'য়েক টাকা নিজের কাছে রাখেন । কিন্তু সেই বিশ্বাসই কাল হয়েছে 70 বছরের এক বৃদ্ধের । এক বছর আগে তাঁর নামে থাকা সম্পত্তি হস্তগত করে নেয় ছোট ছেলে ও বউমা । তারপর থেকেই বৃদ্ধ বাবা-মা কে বাড়ি ছাড়া করতে শুরু হয় অত্যাচার । ঘটনাটি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকার সাহানগর গ্রামের ।
অভিযোগ, বুধবার দুপুরে ছেলে-বউমা ও ছেলের শাশুড়ি মিলে বৃদ্ধ দম্পতিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় । প্রতিবাদ করায় বৃদ্ধকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করে তারা (Man kicked out parents over property dispute in Malda)। শেষ পর্যন্ত গ্রামবাসীদের সহায়তায় বৃহস্পতিবার ছেলে-বউমা ও ছেলের শাশুড়ির বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধ দম্পতি ।
আরও পড়ুন :Son Murders Mother : নিত্য অশান্তি-মারধর, বালুরঘাটে মাকে পুড়িয়ে মারল ছেলে-বউ
বৃদ্ধের নাম খুরশেদ আলি । তাঁর স্ত্রী বছর পঁয়ষট্টির রুমা বিবি গুরুতর অসুস্থ ৷ পুলিশে দায়ের করা অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, বৃদ্ধ বয়সে তাঁদের দেখভাল করার আশ্বাস দিয়েছিল ছোট ছেলে জাকির হোসেন ও বউমা সাবিনা বিবি । সেই মতো স্ত্রী-কে সঙ্গে নিয়ে নিজেদের বাড়িতেই ছিলেন । কিছুদিন পর জাকিরের শাশুড়ি রাবিয়া বেওয়া তাদের বাড়িতে এসে বসবাস শুরু করতেই শুরু হয় বিপত্তি ৷ তারা সবাই চক্রান্ত করে ধীরে ধীরে তাঁর কাছে থাকা দু’লাখ টাকা হাতিয়ে নেয় । ভুল বুঝিয়ে বৃদ্ধের নামে থাকা পাঁচ কাঠা জমিও নিজের নামে লিখিয়ে নেয় ছোট ছেলে । ওই জমির বর্তমান বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা । এরপরেই গত এক বছর ধরে তাঁদের উপর অত্যাচার শুরু করে ছোট ছেলে-বউমা ও ছেলের শাশুড়ি । বুধবার দুপুরে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বৃদ্ধকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে অভিযুক্তরা । সেই সময় বৃদ্ধের নাতি এস্তাউল হক বাঁচাতে এলে তাকেও ধারালো হাঁসুয়া নিয়ে তাড়া করে ছোট ছেলে ।