পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরাতন মালদায় উদ্ধার ব্রাউন সুগার ও ফেনসিডিল, ধৃত 3 - সাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে সাহাপুরের ডিস্কো মোড় এলাকায় অভিযান চালায় মালদা থানার পুলিশের একটি দল। উদ্ধার করা হয় 600 বোতল নিষিদ্ধ ফেনসিডিল । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তিন কারবারীকে ।

Malda police rescued 600 bottle phensedyl
উদ্ধার 600 বোতল নিষিদ্ধ ফেনসিডিল

By

Published : Aug 31, 2020, 11:52 AM IST

মালদা, 30 অগাস্ট : 48 ঘণ্টার মধ্যেই পুরাতন মালদায় উদ্ধার হল ব্রাউন সুগার ও ফেনসিডিল । গতরাতে মালদা-নালাগোলা রাজ্য সড়কে সাহাপুরের ডিস্কো মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ । উদ্ধার করা হয় 600 বোতল নিষিদ্ধ ফেনসিডিল । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তিনজনকে । তারা হল ওহেদুল শেখ, নুর আলম ও কবির শেখ ৷ কবির পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের বাসিন্দা ৷ ওহেদুল ও নুরের বাড়ি মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অর্জুনপুরে ৷

গত শুক্রবার রাতে পুলিশ হানা দেয় সাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে ৷ সেখান থেকে 308 গ্রাম ব্রাউন সুগার সহ তিন কারবারীকে গ্রেপ্তার করা হয় । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তিনজনকে । ধৃতদের মধ্যে দু'জন কালিয়াচকের বাসিন্দা । আর একজনের বাড়ি পুরাতন মালদার তারাকালী এলাকায় ।

মালদা থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজারমূল্য লক্ষাধিক টাকা। তা বাংলাদেশে পাচার করার ছক কষেছিল তারা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা মূলত ক্যারিয়ার। এই চক্রের পেছনে অন্য মাথা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details