পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kali Puja 2023: স্বাধীনতা সংগ্রামীরা করেছিলেন সূচনা, 94 বছরে পদার্পণ ইংরেজবাজার ব্যায়াম সমিতির কালীপুজোর - ইংলিশবাজার

এবছর 94তম বর্ষে পদার্পণ করল মালদার ইংরেজবাজার ব্যায়াম সমিতির কালীপুজো ৷ এখানে দেবীর 10টি মাথা, 10টি পা ও 10টি হাত ৷ দিনের বেলায় হয় পুজো ৷

ETV Bharat
ইংরেজবাজার ব্যায়াম সমিতির কালীপুজো

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 10:43 PM IST

ইংরেজবাজার ব্যায়াম সমিতির কালীপুজো

মালদা, ১১ নভেম্বর: ইংরেজ আমলের শেষ দিক ৷ দেশজুড়ে চলছে স্বাধীনতার লড়াই ৷ ব্রিটিশ শাসকও বুঝতে পারে, ভারতবর্ষে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠছে ৷ তাই ক্ষমতা অস্তমিত হওয়ার আগে তারাও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় কয়েকগুন ৷ স্বাধীনতা সংগ্রামে বাংলার দামালরা তখন ব্রিটিশদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে ৷ দেশবাসীকে তাঁরা বুঝিয়ে দিয়েছিলেন, চেয়েচিন্তে স্বাধীনতা পাওয়া যাবে না ৷ ব্রিটিশ শাসকদের হাত থেকে দেশকে উদ্ধার করতে চাই সহিংস আন্দোলন ৷ নেতাজি সুভাষ, রাসবিহারী বসুরা তখন এই দামালদের হার্টথ্রব ৷ নলিনী বাগচি, ভূপেন্দ্রনাথ বোসরা তখন সারা বাংলা ঘুরে ঘুরে যুবকদের স্বাধীনতা সংগ্রামের দীক্ষা দিচ্ছেন ৷

সেই আন্দোলনে ঝাঁপ দিয়েছিল মালদার বেশ কিছু যুবকও ৷ ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাঁরা নিজেদের শরীর ও মনকে তৈরি করতে শুরু করেছিলেন ৷ তাঁরা বুঝেছিলেন, এই সংগ্রামে বুদ্ধির সঙ্গে চাই শারীরিক ও মানসিক শক্তি ৷ এই যুবকদের অধিকাংশই ছিলেন মালদা শহরের পুড়াটুলি এলাকার বাসিন্দা ৷ সেখানেই তাঁরা একটি ব্যায়ামাগার খোলেন ৷ মনে জোর আনতে তাঁরা শুরু করেছিলেন মহাকালীর আরাধনা ৷ 1930 সালে তাঁদের প্রতিষ্ঠিত সেই পুজো এখনও চলছে ৷ এবার তা 94 বছরে পা দিল ৷

এখানে মহাকালীর 10টি মাথা, 10টি পা ও 10টি হাত ৷ মায়ের পায়ের নীচে অসুর রয়েছে ৷ তবে শিবের কোনও অস্তিত্ব নেই ৷ কারণ, এই পুজো অমাবস্যায় নয়, হয় চতুর্দশীতে, তন্ত্র মেনে ৷ প্রথম থেকে এই মূর্তিতেই মায়ের পুজো চলে আসছে ৷ শ্রীশ্রী চণ্ডী গ্রন্থের বৈকৃতিক রহস্য পর্বেও এই মূর্তির উল্লেখ রয়েছে ৷ প্রাচীন যুগে বিহারের বিন্দুবাসিনী পাহাড়ের গায়ে এই মূর্তি খোদাই করা হয়েছিল ৷ তা এখনও অটুট ৷

স্বাধীনতা সংগ্রামীরা পুড়াটুলিতে যে ব্যায়ামাগার চালু করেছিলেন, তার নাম দিয়েছিলেন ইংরেজবাজার ব্যায়াম সমিতি ৷ পুড়াটুলিতেই শুরু হয়েছিল এই পুজো ৷ পরবর্তীতে পুজো স্থানান্তরিত হয় বকুলতলায় ৷ 1985 সালে মালদা শহরের গঙ্গাবাগে মায়ের স্থায়ী মন্দির নির্মিত হয় ৷ তখন থেকে এখানেই এই পুজো হয়ে আসছে ৷ প্রশ্ন উঠতে পারে, ভূত চতুর্দশীর দুপুরে এই পুজো হয় কেন? পুরাণ মতে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ ৷ তাই একে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী বলা হয় ৷ এই তিথিতে পিতৃ ও মাতৃকূলের সাত পুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর বিধান রয়েছে ৷ একদিকে অসুররূপী ব্রিটিশ অত্যাচারীদের বধ, অন্যদিকে পূর্বপুরুষদের আশীর্বাদ পেতেই এদিন এই পুজো চালু হয় ৷ সেই সময় রাতে কোনও জমায়েত হলে ব্রিটিশ পুলিশ সবাইকেই ধরে নিয়ে যেত ৷ তাই দিনের বেলায় এই পুজোর প্রবর্তন ৷

ইংরেজবাজার ব্যায়াম সমিতির সভাপতি, প্রবীণ নটরাজ মুখোপাধ্যায় জানান, “1930 সালে যাঁরা এই ক্লাব তৈরি করেছিলেন, তাঁরা সবাই প্রয়াত হয়েছেন ৷ বর্তমানে তাঁদের ষষ্ঠ প্রজন্ম এই পুজোর আয়োজন করছে ৷ এই পুজো তন্ত্রমতে হয় ৷ মায়ের বেদির নীচে রয়েছে পঞ্চমুণ্ডির আসন ৷ একমাত্র সাধকরাই এই পুজো করতে পারেন ৷ এই পুজোয় বলিপ্রথা রয়েছে ৷ ছাগ বলি দিয়ে তার রক্ত মাকে উৎসর্গ করেই পুজো শুরু হয়৷ এই পুজো এখনও দিনে করা হয় ৷" এই পুজোয় ভালো লোক সমাগমও হয় ৷ পুজো উদ্যোক্তারা বস্ত্র বিতরণ ও নানা অনুষ্ঠান করেন ৷ মৃৎশিল্পীর ঘর থেকে বেদিতে মায়ের প্রতিমা নিয়ে আসার সময় বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয় ৷

আরও পড়ুন:

1. 45 ফুটের বিশাল মাকালী! পুরোহিত ছাড়াই 'বড়মা'র পুজো হয়, নেওয়া হয় না প্রণামীও

2. Kali Puja 2023: সরিষা গ্রামে 350 বছরের পুরনো কাঠে তৈরি হয় মা কালীর মূর্তি

ABOUT THE AUTHOR

...view details