মালদা, 22 এপ্রিল: মালদা জেলার গম্ভীরা শুধুই লোকসঙ্গীত নয়, এ হল প্রতিবাদের ভাষা (Petrol price hike protest in Gambhira songs)। ইংরেজদের আমল থেকেই প্রতিবাদ জানাতে গম্ভীরাকে হাতিয়ার করে এসেছেন জেলার লোকশিল্পীরা । সেই চল এখনও রয়েছে ৷ এ বার পেট্রোপণ্য-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মানুষকে জাগিয়ে তুলতে গম্ভীরাকে বেছে নিয়েছেন তাঁরা । মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যে তাঁরা গান বেঁধেছেন । এখন চলছে তার মহড়া । খুব তাড়াতাড়ি সেই গান নিয়ে মানুষের দরবারে পৌঁছে যাবে মালদা শহরের কুতুবপুর গম্ভীরা দল ।
স্বাধীনতার আগে থেকেই পথ চলা শুরু করেছিল কুতুবপুর গম্ভীরা দল (Gambhira songs are written for protesting against petrol price hike)। 1981 সালে এই দলের প্রতিষ্ঠা করেন জেলার দুই কিংবদন্তী গম্ভীরা শিল্পী, দুই ভাই গোবিন্দলাল শেঠ ও গোপীনাথ শেঠ । স্বাধীনতা সংগ্রামে জেলার যুব সমাজকে উদ্বুদ্ধ করতে সেই সময় একাধিক গান বেঁধেছিলেন তাঁরা । বিরাগভাজন হয়েছিলেন ইংরেজ শাসকের । সেই শুরু । এখনও এই দল সমাজের যে কোনও সমস্যার বিরুদ্ধে গম্ভীরা গানের মাধ্যমেই প্রতিবাদের ঝড় তোলে । এই মুহূর্তে প্রতি লিটার পেট্রলের (Petrol price hike news) দাম 120 টাকার কাছাকাছি । ডিজেলের দাম 110 টাকার আশেপাশে আর রান্নার গ্যাস এক হাজারেরও বেশি । কাঁচা আনাজ-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও নাগালের বাইরে । পেট চালাতে নাভিশ্বাস ছুটছে আমজনতার । তাই এ বার এর প্রতিবাদ জানাতে সেই গম্ভীরাকেই বেছে নিয়েছেন এই দলের শিল্পীরা ।
আরও পড়ুন:couple gets petrol diesel as wedding gift: বিয়েতে নবদম্পতিকে মহার্ঘ পেট্রল-ডিজেল উপহার বন্ধুদের