মালদা, 27 নভেম্বর: বাড়িতে স্ত্রী-সন্তান রয়েছে ৷ তারপরেও দ্বিতীয় বিয়ে (second marriage) করায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর প্রথম স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে (First wife and two sons accused of murdering man) ৷ আজ সকালে বাড়ির উঠোন থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাঞ্চনটার সংলগ্ন রায়পাড়ায় ৷ ঘটনার প্রেক্ষিতে ওই এলাকায় সকাল থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷
মৃত ব্যক্তির নাম চাঁদ রায় ৷ বয়স 42 বছর ৷ পেশায় শ্রমিক ছিলেন তিনি ৷ আজ সকালে বাড়ির উঠোনে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন ৷ এ নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায় ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ ৷ জানা গিয়েছে, গতকাল দ্বিতীয় বিয়ে করে সেই স্ত্রীকে বাড়ি নিয়ে এসেছিলেন চাঁদ ৷ এর জেরে গতকাল রাতভর তাঁকে মারধর করেন প্রথম স্ত্রী ও দুই ছেলে ৷ পরে তাঁর মুখে কাপড় ভরে শ্বাসরোধ করে খুন করা হয় (Murder in Malda) ৷ পুলিশ আপাতত চাঁদবাবুর প্রথম স্ত্রী ঋতুকা রায়কে আটক করেছে ৷ তবে এখনও দুই ছেলে সুব্রত রায় ও শিবাই রায়কে আটক করা হয়নি ৷ চাঁদবাবুর দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷
চাঁদের সদ্য বিবাহিত স্ত্রী শ্যামলি রায় বলেন, "ওর সঙ্গে চার বছর ধরে সম্পর্ক ৷ গতকাল ফোন করে ও আমাকে ডেকে পাঠায় ৷ গতকাল আমি এখানে এসেছি ৷ কিন্তু ওঁর ঘরে ঢুকিনি ৷ অন্যের বাড়িতে ছিলাম ৷ সঙ্গে তিনিও ছিলেন ৷ সেই খবর ওঁদের কানে চলে যায় ৷ তাঁরা আমাদের দু'জনকেই মারধর করে ৷ ওঁকে মেরে দরজার কাছে ফেলে রেখে দেয় ৷ মারের চোটে তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ৷ পরে জ্ঞান ফিরলে ফের ওঁকে ধরে নিয়ে নিজেদের বাড়িতে যায় ৷ সেখানে দড়ি দিয়ে বেঁধে রেখে বেদম মার দেয় ৷ পরে কী করেছিল তা আমি জানি না ৷"