পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেনারসে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে ফিরহাদ - মৃত 2

মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ দুপুরে কালিয়াচকের শেরশাহী গ্রামে আসেন ফিরহাদ। তবে সংকীর্ণ জায়গায় বাড়ি হওয়ায় তিনি মৃত শ্রমিকদের বাড়িতে যাননি । মৃতদের পরিবারের সদস্যদের ডেকে আনা হয়েছিল স্থানীয় ফাইজিয়া হাক্কানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। সেখানেই তিনি মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন ।

বেনারসে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে ফিরহাদ হাকিম
বেনারসে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে ফিরহাদ হাকিম

By

Published : Jun 2, 2021, 4:25 PM IST

Updated : Jun 2, 2021, 4:31 PM IST

মালদা, 2 জুন :"গঙ্গায় ভাসিয়ে না দিয়ে দুর্ঘটনায় মৃত দুই শ্রমিকের দেহ যে উত্তরপ্রদেশ সরকার এখানে পাঠিয়ে দিয়েছে তার জন্য কৃতজ্ঞ ৷" কাশীর বিশ্বনাথ মন্দির সংস্কারের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত ও আহত শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের সরকারি চেক তুলে দিয়ে এই মন্তব্য করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ দুপুরে তিনি কালিয়াচকের শেরশাহী গ্রামে আসেন । তবে সংকীর্ণ জায়গায় বাড়ি হওয়ায় তিনি মৃত শ্রমিকদের বাড়িতে যাননি । মৃতদের পরিবারের সদস্যদের ডেকে আনা হয়েছিল স্থানীয় ফাইজিয়া হাক্কানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। সেখানেই তিনি মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন । কয়েকজন আহতের সঙ্গেও কথা বলেন তিনি ।

উল্লেখ্য, গতকাল ভোরে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন একটি বহু পুরোনো বাড়ি ধসে মালদার দুই শ্রমিকের মৃত্যু হয় । আহত হন আরও ছ'জন । সেই খবর পৌঁছতেই তৎপর হয়ে ওঠে প্রশাসন । রাজ্যের তরফে মৃত শ্রমিকদের দেহ ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় । আজ ভোরে দেহ দুটি এসে পৌঁছোয় শেরশাহী গ্রামে । ফিরে আসেন আহত ছয় শ্রমিকও । সকালেই দেহ দুটি কবরস্থ করা হয় । দুপুরে চপারে করে ফরাক্কায় নামেন ফিরহাদ হাকিম । সেখান থেকে সড়কপথে শেরশাহী গ্রামে আসেন তিনি ।

মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ দুপুরে কালিয়াচকের শেরশাহী গ্রামে আসেন ফিরহাদ

আরও পড়ুন :একদিনের বৃষ্টিতে ভেসে গিয়েছে পুকুরের মাছ, সংকটে চাঁচলের মৎস্যজীবীরা

প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে এই দুর্ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে । আজ ফিরহাদ বলেন, "এর আগেও উত্তরপ্রদেশে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মালদার শ্রমিকদের । তখনও মুখ্যমন্ত্রী মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন । আজও তিনি আমাকে এখানে আসার নির্দেশ দেন । তাঁর নির্দেশে মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের হাতে দুই লক্ষ ও আহতদের হাতে 50 হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে । ইতিমধ্যে ছ'জন আহত শ্রমিক বাড়ি ফিরে এসেছেন । এখানেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । বেনারসে আরও কেউ আহত থাকলে সেখানে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে । তবে আমরা কৃতজ্ঞ, উত্তরপ্রদেশ সরকার এই শ্রমিকদের দেহ গঙ্গায় না ভাসিয়ে এখানে ফিরিয়ে দিয়েছে । সেখানে কী হচ্ছে তা সবাই দেখেছে । মৃত এক শ্রমিকের স্ত্রী আগেই আশাকর্মী পদে আবেদন জানিয়েছেন । সেই বিষয়ে দেখা হচ্ছে ৷"

Last Updated : Jun 2, 2021, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details