পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Medical College: গলায় দুল আটকে প্রাণ সংশয় একরত্তির , বিনা অস্ত্রোপচারে মুশকিল আসান মালদা মেডিক্যালের - Malda News

বিনা অস্ত্রোপচারে ন’ মাসের শিশুর খাদ্যনালী ও শ্বাসনালীর মুখে আটকে যাওয়া কানের দুল বের করলেন চিকিৎসকরা ৷ ফের শিরোনামে মালদা মেডিক্যাল কলেজ (Malda Medical College) ৷

Malda Incient
গলায় দুল আটকে প্রাণ সংশয় একরত্তির

By

Published : Feb 26, 2023, 6:18 PM IST

বিনা অস্ত্রোপচারে শিশুর গলায় আটকে যাওয়া দুল বের করা হল

মালদা, 26 ফেব্রুয়ারি: খেলতে খেলতে কানের দুল মুখে পুড়ে দিয়েছিল 9 মাসের শিশু । সেই কানের দুল গলায় আটকে বিপত্তি ৷ ফলত প্রাণ সংশয় হয়েছিল একরত্তির ৷ খাদ্যনালি ও শ্বাসনালির মুখে আটকে গিয়েছিল সেই দুল । এরপরেই যন্ত্রণা ও শ্বাসকষ্টে ছটফট করতে থাকে সে । যদিও বিনা অপারেশনে গলা থেকে কানের দুল বের করে ওই শিশুর প্রাণ বাঁচাল মালদা মেডিক্যালের (Malda Medical College) চিকিৎসকরা । আরও একবার মালদা মেডিক্যালের এই সাফল্যে খুশি পরিবারের লোকজন।

পুরাতন মালদার আট মাইলের বাসিন্দা পুরভু সোরেন ও মিনতি মুর্মুর দুই ছেলেমেয়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে দিদির সঙ্গে খেলছিল ভাই হিমাল সোরেন। সেই সময় একটি কানের দুল মুখে ঢুকিয়ে দেয় হিমাল। সেই কানের দুল হিমালের খাদ্যনালী ও শ্বাসনালীর মুখে আটকে যায় । শ্বাসকষ্ট ও যন্ত্রণায় কাতরাতে থাকে একরত্তি শিশু ৷ তড়িঘড়ি পরিবারের লোকজন হিমালকে নিয়ে মালদা মেডিক্যালে ভরতি করে ।

মেডিক্যালের ইএনটি স্পেশালিস্ট উৎপল জানা ও চিকিৎসক গণেশচন্দ্র গাইনের নেতৃত্বে হিমালের গলা থেকে ওই কানের দুল বের করা হয়।
শিশুর মা মিনতি মুর্মু বলেন, " দিদির সঙ্গে খেলছিল ছেলেটা । খেলতে খেলতে কানের দুল খেয়ে ফেলে ছেলে । এরপরেই ছেলের শ্বাসকষ্ট শুরু হয় । যন্ত্রণায় কাঁদতে শুরু করে বাচ্চা । দ্রুত আমরা বাচ্চাকে মালদা মেডিক্যাল নিয়ে আসি । চিকিৎসকরা বিনা অপারেশনে ছেলের গলা থেকে কানের দুল বের করে দেন । বর্তমানে ছেলে সুস্থ রয়েছে । আমরা ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাচ্ছি ।"

আরও পড়ুন:অনশন, আন্দোলনের মধ্যেই শিশুর জটিল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যালে

শিশুর গলা থেকে দুল বের করেই উৎপলবাবু বলেন, "বাচ্চারা যখন যা হাতে পায়, মুখে দিয়ে দেয় । এরকমই এই বাচ্চার খাদ্যনালী ও শ্বাসনালীর মুখে একটি কানের দুল আটকে গিয়েছিল । এতে খাবার সমস্য হয়, সেইসঙ্গে শ্বাস নিতে বাধা সৃষ্টি হওয়ায় আরও ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয় । তবে ঝুঁকি নিয়ে খুব দ্রুত বাচ্চার গলা থেকে কানের দুল বের করায় বাচ্চাটিকে বাঁচানো গিয়েছে ।"

ওই চিকিৎসকের বক্তব্যের রেশ টেনেই চিকিৎসক গণেশচন্দ্র গাইন বলেন, " বাচ্চাটার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল । কানের দুল এমন জায়গায় আটকে ছিল, তাতে টিউব ব্যবহার করা যাচ্ছিল না । এক্ষেত্রে টিউব না ব্যবহার করে অজ্ঞান করে ওই কানের দুল বের করা হয়েছে । যা পরিস্থিতি হয়েছিল তাতে যদি দ্রুত ওই কানের দুল বের না-করা হত তবে ওই বাচ্চাকে বাঁচানো যেত না । সেই কারণে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে । এখন বাচ্চাটি সুস্থ রয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details