মালদা, 26 ফেব্রুয়ারি: খেলতে খেলতে কানের দুল মুখে পুড়ে দিয়েছিল 9 মাসের শিশু । সেই কানের দুল গলায় আটকে বিপত্তি ৷ ফলত প্রাণ সংশয় হয়েছিল একরত্তির ৷ খাদ্যনালি ও শ্বাসনালির মুখে আটকে গিয়েছিল সেই দুল । এরপরেই যন্ত্রণা ও শ্বাসকষ্টে ছটফট করতে থাকে সে । যদিও বিনা অপারেশনে গলা থেকে কানের দুল বের করে ওই শিশুর প্রাণ বাঁচাল মালদা মেডিক্যালের (Malda Medical College) চিকিৎসকরা । আরও একবার মালদা মেডিক্যালের এই সাফল্যে খুশি পরিবারের লোকজন।
পুরাতন মালদার আট মাইলের বাসিন্দা পুরভু সোরেন ও মিনতি মুর্মুর দুই ছেলেমেয়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে দিদির সঙ্গে খেলছিল ভাই হিমাল সোরেন। সেই সময় একটি কানের দুল মুখে ঢুকিয়ে দেয় হিমাল। সেই কানের দুল হিমালের খাদ্যনালী ও শ্বাসনালীর মুখে আটকে যায় । শ্বাসকষ্ট ও যন্ত্রণায় কাতরাতে থাকে একরত্তি শিশু ৷ তড়িঘড়ি পরিবারের লোকজন হিমালকে নিয়ে মালদা মেডিক্যালে ভরতি করে ।
মেডিক্যালের ইএনটি স্পেশালিস্ট উৎপল জানা ও চিকিৎসক গণেশচন্দ্র গাইনের নেতৃত্বে হিমালের গলা থেকে ওই কানের দুল বের করা হয়।
শিশুর মা মিনতি মুর্মু বলেন, " দিদির সঙ্গে খেলছিল ছেলেটা । খেলতে খেলতে কানের দুল খেয়ে ফেলে ছেলে । এরপরেই ছেলের শ্বাসকষ্ট শুরু হয় । যন্ত্রণায় কাঁদতে শুরু করে বাচ্চা । দ্রুত আমরা বাচ্চাকে মালদা মেডিক্যাল নিয়ে আসি । চিকিৎসকরা বিনা অপারেশনে ছেলের গলা থেকে কানের দুল বের করে দেন । বর্তমানে ছেলে সুস্থ রয়েছে । আমরা ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাচ্ছি ।"