মালদা, ৪ মার্চ : বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে ৷ আর যত দিন এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি । এই সময় জেলায় অশান্তি বাধাতে একদিকে বাংলাদেশ, অন্যদিকে বিহার ও ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীরা এ রাজ্যে ঢুকে পরার সম্ভাবনা থাকে । সেই সঙ্গে চলে অস্ত্রশস্ত্র আমদানির কাজ । পুলিশের একাংশের অনুমান এই দুষ্কৃতীরা মূলত ডেরা বাঁধে গঙ্গার চরগুলিতে । তাই এখন থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটের পাশাপাশি চরগুলিতে নজরদারি রাখার কাজ শুরু করেছে মালদা পুলিশ ৷ তাতে ফলও মিলেছে ৷ গতকালই মালদার মোথাবাড়ি থানার পুলিশ দুই দুষ্কৃতীকে পঞ্চানন্দপুর ঘাট থেকে গ্রেফতার করেছে ৷ তারা গঙ্গা পেরিয়ে জেলায় আগ্নেয়াস্ত্র আনার চেষ্টা করছিল ।
আরও পড়ুন :ডাকাতির ছক বানচাল মালদায় ! উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার 3
শুধু পঞ্চানন্দপুর ঘাটই নয়, মানিকচকে গঙ্গা ও ফুলহর নদীর ঘাট, রতুয়ার ফুলহর নদীর ঘাটগুলিতেও প্রতিদিন নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ ৷ পাশাপাশি, প্রতিবেশী দুই রাজ্যের সঙ্গে সড়ক যোগাযোগের সংযোগস্থল গুলিতেও কড়া নজর রাখছেন তাঁরা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট পর্যন্ত এই প্রক্রিয়া নিয়মিত জারি থাকবে ৷ তবে পুলিশের বিশেষ নজর রয়েছে নদীপথেই ৷ তার কারণও রয়েছে ৷ গত ১৫ ফেব্রুয়ারি মানিকচকের ফুলহর নদী সংলগ্ন এলাকা থেকে অস্ত্রশস্ত্র সহ বিহারের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছিল ৷ তারপর পঞ্চানন্দপুরেও আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ে ৷ এসব ঘটনাই ভাবিয়ে তুলেছে পুলিশকে ৷
নদীর ঘাটগুলিতে চলছে নজরদারি আরও পড়ুন :বাড়ি থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার যুবক
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, “রাজ্যের নির্বাচনি নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে ৷ এই জেলার পাশেই রয়েছে বিহার ও ঝাড়খণ্ড ৷ তাই নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এই দুই রাজ্যের সীমানায় আমরা পুলিশি নিরাপত্তা অনেকটা বাড়িয়েছি ৷ প্রতিনিয়ত নাকা চেকিং-এ জোর দেওয়া হচ্ছে ৷ বিশেষত চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মানিকচক, মোথাবাড়ি ও কালিয়াচক থানা এলাকায় বিশেষ নজরদারি চলছে ৷ গতকালই পঞ্চানন্দপুর ঘাট থেকে দুটি আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেফতার করেছি ৷ আমাদের আশা, ভবিষ্যতেও আমরা নাকা চেকিং-এ সফলতা পাবো ৷ এর সঙ্গে মালদার সঙ্গে রাজ্যের অন্য জেলার সীমানাগুলিতে আমরা নাকা চেকিং শুরু করেছি ৷ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের চ্যালেঞ্জ ৷ মালদাবাসী যাতে শান্তিতে ভোট দিতে পারেন, তার জন্য আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷”