মালদা, 29 এপ্রিল : ফের থাবা বসাতে শুরু করেছে করোনা । দিল্লি-সহ বেশ কিছু রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হওয়ার ঘটনা সামনে এসেছে । এরই মধ্যে শীঘ্রই রাজ্যে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছে চিকিৎসকদের একাংশ (Corona refuses to be vaccinated)। তবে মালদা জেলার টিকাকরণের অঙ্ক যেন মাথায় চিন্তার ভাঁজ ফেলছে জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের ।
আরও পড়ুন :Corona Update in India : দেশে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমলেও 3 হাজারের ঘরে
জেলা স্বাস্থ্য দফতরের সহকারী মুখ্যস্বাস্থ্য আধিকারিক (৩) সব্যসাচী চক্রবর্তী জানান, করোনার চতুর্থ ঢেউ নিয়ে সকলেই বেশ উদ্বিগ্ন । বিভিন্ন দেশে চতুর্থ ঢেউ ভয়ানকভাবে সংক্রমণ ছড়িয়েছে । ভারতবর্ষের বেশ কিছু রাজ্যেও চতুর্থ ঢেউয়ে সংক্রমিত হওয়ার ঘটনা সামনে এসেছে । মনে হচ্ছে, পশ্চিমবঙ্গেও তার প্রভাব অল্প কিছুদিনের মধ্যেই পড়তে চলেছে । ফলে সকলকে সতর্ক থাকতে হবে । সরকারি বিধি মেনে চলতে হবে । তবে চিন্তার বিষয় হচ্ছে মানুষের মধ্যে আগের মতো করোনা টিকাকরণের আগ্রহ নেই ৷ মালদা জেলাতে যে পরিমাণ মানুষের করোনার দ্বিতীয় টিকা নেওয়ার কথা ছিল, তার থেকে অনেক কম মানুষ টিকা নিয়েছেন । মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ তৈরি করতে হবে । কারণ যারা তৃতীয় ঢেউয়ের মধ্যে টিকা নিয়েছিলেন তাঁরা সংক্রমিত হলেও সেরকম কোনও ক্ষতি হয়নি।
মালদায় টিকাকরণের হারে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত মালদা জেলায় করোনার প্রথম টিকা নিয়েছেন 26 লক্ষ 8 হাজার 285 জন । যা শতকরা 88.3 শতাংশ । দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 18 লক্ষ 42 হাজার 393 জন । অর্থাৎ 62.4 শতাংশ । ডেটায় দেখা যাচ্ছে, 45 থেকে 60 বছর বয়সী মানুষ যাঁরা প্রথম ডোজের টিকা নিয়েছেন, তাঁদের একটা বড় অংশ টিকা নিতে অনীহা দেখাচ্ছে । ইতিমধ্যে 12 থেকে 14 বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে । চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আগে আমরা টিকাকরণে জোর দিতে চাইছি।"