মালদা, 14 জুলাই: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক দুষ্কৃতির ৷ আহত হয়েছেন আরও দু’জন ৷ তাঁদের একজনের হাত উড়ে গিয়েছে ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার শিকস্তি গ্রামে ৷ শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ ৷ আহতদের একজনকে পুলিশ নিজেদের হেফাজতে নিলেও হাত উড়ে যাওয়া দুষ্কৃতির কোনও হদিশ নেই পুলিশের কাছে ৷ কে বা কারা তাঁকে কোথায় চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে, সেটাও পুলিশের অজানা ৷ গোটা ঘটনা নিয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷
এই ঘটনায় কংগ্রেসের নিশানায় তৃণমূল ৷ তাদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় সন্ত্রাস চালাতে তৃণমূলের দুষ্কৃতিরা বোমা বাঁধছিল ৷ যদিও এনিয়ে সেভাবে মুখ খুলতে চাননি বৈষ্ণবনগরের বিধায়ক তৃণমূলের চন্দনা সরকার ৷ তিনি গোটা বিষয়টিকে কালিয়াচক 1 নম্বর ব্লকের দিকেই ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে শিকস্তি গ্রামের একটি লিচু বাগানে বোমা বানাচ্ছিল বেশ কয়েকজন দুষ্কৃতি ৷ সেই সময় বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয় একজনের ৷ নিহতের নাম মুকলেসুর রহমান, বাড়ি বৈষ্ণবনগর থানার ঘেরা ভগবানপুর গ্রামে ৷ বিস্ফোরণে হাত উড়ে গিয়েছে আলম শেখের ৷ আহত হয়েছেন কালু শেখ নামে আরও এক দুষ্কৃতি ৷ তারা দু’জন ঘেরা ভগবানপুর গ্রামের জৈনপুরের বাসিন্দা ৷ এলাকার মানুষজন জানাচ্ছেন, নিহত ও আহতরা প্রত্যেকে এলাকায় দুষ্কৃতি হিসেবে পরিচিত ৷ বোমা তৈরি করতে পারদর্শী ৷ টাকার বিনিময়ে এরা বোমা বাঁধতে জেলা তো বটেই, ভিনরাজ্যেও যায় ৷
আরও পড়ুন:বিজয় মিছিল থেকে বাড়িতে বোমা, কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
গতকাল রাতে রক্তাক্ত অবস্থাতেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে আলম ও কালু ৷ বিস্ফোরণের বিকট শব্দে ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে গ্রামবাসীদের ৷ তাঁরা গ্রামের রাস্তায় আহত আলম ও কালুকে দেখতে পান ৷ তাঁদের জেরায় কালু স্বীকার করে নেয়, তারা বোমা বানাতে এসেছিল ৷ সেই সময় হঠাৎ বিস্ফোরণ হয় ৷ এর কিছুক্ষণ পরেই সেখান থেকে উধাও হয়ে যায় আলম ৷ কেউ বা কারা হাসপাতাল নিয়ে যাওয়ার নাম করে তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যায় ৷ তবে তারা কারা, সেটা জানেন না গ্রামের কেউ ৷
এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কালিয়াচক 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান ৷ তিনি জানান, গতকাল রাতে লোক মারফৎ খবর মেলে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বাড়ির পাশে কয়েকজন দুষ্কৃতি বোমা বানাচ্ছিল ৷ সেই সময় বিস্ফেরণ হয় ৷ তাতে একজন মারা গিয়েছে ৷ আরও দু’জন আহত ৷ গ্রামবাসীদের কাছে খবর পেয়ে পুলিশ এক আহতকে নিজেদের হেফাজতে নেয় ৷ আজ মৃতদেহটি পুলিশ তুলে নিয়ে গিয়েছে ৷