পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাঁচলে জমি থেকে যুবকের গলাকাটা দেহ উদ্ধার - মালদায় ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার

টিকটক ভিডিয়ো বানাতে গামছা খুঁজতে গেছিলেন । তারপর থেকে আর ফেরেননি । আজ সকালে হঠাৎই শ্যালো মেশিন ঘরের সামনে তাঁর গলা কাটা দেহ দেখতে পান চাষিরা ।

ছবি
ছবি

By

Published : May 4, 2020, 1:14 PM IST

মালদা, 4 মে : চাঁচলে জমি থেকে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার হল । মৃতের নাম আনসার আলি ৷ বয়স 35 বছর ৷ ঘটনাস্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তাঁর বাড়ি ৷ আগে ভিনরাজ্যে মজুরি করলেও, গত পাঁচ বছর ধরে তিনি নিজের শ্যালো মেশিন চালাতেন ৷ আজ সকালে সেই মেশিনঘরের সামনেই তাঁর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ চাঁচল 1 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ভেবা গ্রামের ঘটনা ৷ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে চাঁচল থানার অন্তর্গত খরবা ফাঁড়ির পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে মৃতের আব্বা ও বিবিকে ৷ কী কারণে ওই ব্যক্তিকে এভাবে খুন করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে ।

নিহত আনসারের পরিবারে আব্বা আবেদ আলি, মা কোহিনুর বিবি ছাড়াও রয়েছেন বিবি নুরবানু বিবি ও তিন বছরের ছেলে ৷ নুরবানু বলেন, "শওহরের সঙ্গে কারোর কোনও বিবাদের কথা শুনিনি কখনও ৷ তবে জমিতে জল দেওয়া নিয়ে কারোর সঙ্গে কোনও ঝামেলা হয়েছিল কি না জানি না ৷ কাজের জন্য মাঝেমধ্যে রাতে শ্যালোর ঘরে থাকত ৷ ওর টিকটক ভিডিয়ো বানানোর নেশা ছিল ৷ গতকাল সন্ধেয় নতুন ভিডিয়ো বানানোর জন্য আমার কাছে একটা গামছা চায় ৷ কিন্তু নতুন গামছা বাড়িতে নেই ৷ সেকথা বলায় নতুন গামছার সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ আর ঘরে ফেরেনি ৷ বাড়ির সবাই ভেবেছিলাম, কাজের জন্য রাতে হয়ত শ্যালো মেশিনের ঘরেই থেকে গেছে ৷ আজ সকালে শাশুড়িকে ওর খোঁজ করতে বলি ৷ শাশুড়ি জানান, কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই ঘরে ফিরে আসবে ৷ তখনই এলাকার কয়েকজন চাষি খবর দেন, শ্যালোর ঘরের সামনে ওর গলাকাটা লাশ পড়ে রয়েছে ৷ সেকথা শুনেই আমরা ছুটে যাই ৷ কেন ওকে এভাবে খুন করা হল জানি না ৷ কে বা কারা এই কাজ করেছে তাও কেউ বুঝতে পারছি না ৷ আমার সর্বনাশ হয়ে গেল ৷"

এলাকার বাসিন্দা মারুফ শেখ বলেন, "প্রাথমিকভাবে আমাদের ধারণা, আক্রোশেই আনসারকে এভাবে গলা কেটে খুন করা হয়েছে ৷ তবে ওঁর সঙ্গে কারোর কোনও ঝামেলা ছিল কি না জানি না ৷ এলাকায় ভালো মানুষ হিসেবেই সবাই ওঁকে চিনত ৷ আমরা চাই, পুলিশ যথাযথ তদন্ত করে দ্রুত খুনিদের গ্রেপ্তার করুক ৷"

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য মৃতের বিবি ও আব্বাকে থানায় নিয়ে আসা হয়েছে ৷ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details