পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদা মেডিকেলে চালু হচ্ছে কোরোনা নির্ধারণ পরীক্ষার ব্যবস্থা

শুধু কলকাতা নয় । কযেকদিন পর থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা নির্ধারণ পরীক্ষা করা যাবে । জানালেন অধ্যক্ষ ।

মালদা মেডিকেল
মালদা মেডিকেল

By

Published : Mar 23, 2020, 8:44 PM IST

Updated : Mar 23, 2020, 10:38 PM IST

মালদা, 23 মার্চ : সবকিছু ঠিক থাকলে সাতদিনের মধ্যেই মালদা মেডিকেলে চালু হয়ে যাবে কোরোনা নির্ধারণ পরীক্ষা ৷ ইতিমধ্যে সেই ব্যবস্থা চালুর সরকারি চিঠি মেডিকেল কর্তৃপক্ষের হাতে এসেছে ৷ তবে এখনও পর্যন্ত যন্ত্রপাতি না আসায় সেই ব্যবস্থা চালু করা যায়নি ৷ এদিকে কোরোনা পরিস্থিতি বিবেচনা করে আজই মেডিকেলের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে 22টি ভেন্টিলেটর বসানোর কাজ শুরু হয়েছে ৷


মালদা জেলা থেকে প্রতিদিন অসংখ্য শ্রমিক ভিনরাজ্যে কাজ করতে যায় ৷ কোরোনা আতঙ্কের জেরে সেই শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করেছে ৷ এদিকে তারা ঘরে ফিরে আসায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা ৷ তাঁরাই খবর প্রশাসনকে খবর দিচ্ছে । সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ওই শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতাল কিংবা মালদা মেডিকেলে ৷ ইতিমধ্যেই মেডিকেলে খোলা হয়েছে বিশেষ ফ্লু কর্নার ৷ চালু হওয়ার পর থেকেই সেখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে ভিড় করছে ভিনরাজ্য কিংবা বিদেশ থেকে ফিরে আসা লোকজন ৷ আজও সেখানে কয়েকশো মানুষের ভিড় চোখে পড়েছে ৷ সূত্রের খবর, এই মুহূর্তে মেডিকেলের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত তিনজন কোয়ারেন্টাইনে রয়েছে ৷ তবে এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি ৷

মালদা মেডিকেলে চালু হতে চলেছে কোরোনা নির্ধারণ পরীক্ষার ব্যবস্থা

মেডিকেলের চিকিৎসকদের একাংশের বক্তব্য, এখনও পর্যন্ত এই হাসপাতালে কোনও কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি সেকথা ঠিক ৷ তবে COVID 19-এর সংক্রমণ এখন তৃতীয় ধাপে পা দিতে চলেছে ৷ এই সময় কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে কোরোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে ৷ ফলে এখানে যে তেমন রোগীর সন্ধান মিলবে না, তা কখনও জোর দিয়ে বলা যাবে না ৷ কিন্তু যদি কোনও রোগী কোরোনা পজ়িটিভ হয়ে থাকেন তাহলে তাঁদের কিছু করার থাকবে না ৷ কারণ কোরোনা নির্ধারণ পরীক্ষার কোনও ব্যবস্থা নেই মালদায় ৷ এক্ষেত্রে রোগীর সোয়াবের নমুনা কলকাতায় পাঠানো হয় ৷ সেখান থেকে রিপোর্ট আসতে কয়েকদিন লেগে যায় ৷ ফলে রোগীর চিকিৎসা শুরু করতেও বেশি সময় লেগে যায় ৷ ততক্ষণে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় ৷

মালদা মেডিকেলে চালু হচ্ছে কোরোনা নির্ধারণ পরীক্ষার ব্যবস্থা

এই পরিস্থিতিতে স্বস্তির কথা এটাই যে আগামী সাতদিনের মধ্যেই মালদা মেডিকেলে কোরোনা নির্ধারণের ব্যবস্থা চালু হতে চলেছে ৷ আজ অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, "এখানে আমাদের মাইক্রো বায়োলজি বিভাগে VRDL প্রোজেক্ট চলে ৷ সেখানকার ল্যাবরেটরিতে আমরা কিছু PCR যন্ত্রপাতি পাব ৷ এ ব্যাপারে আমাদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নোটিস এসেছে ৷ তবে এখনও কোনও যন্ত্র আমাদের কাছে এসে পৌঁছায়নি ৷ সেই যন্ত্রপাতি চলে এলেই আমরা যত দ্রুত সম্ভব কোরোনা নির্ধারণ পরীক্ষা ব্যবস্থা চালু করতে পারব ৷ সেক্ষেত্রে আর কলকাতার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না ৷ এই ব্যবস্থা চালু করার প্রস্তুতি চলছে ৷"

মেডিকেলের একটি বিশেষ সূত্রের খবর, ইতিমধ্যেই এখানকার কয়েকজন চিকিৎসককে কাজ শিখতে কলকাতায় পাঠানো হয়েছে ৷ আগামী দু’একদিনের মধ্যেই তাঁদের ফিরে আসার কথা ৷ এদিকে আজ থেকেই মেডিকেলের নির্মীয়মাণ ট্রমা কেয়ার ইউনিটে তৈরি বিশেষ আইসোলেশন ওয়ার্ডে 22টি ভেন্টিলেটর লাগানোর কাজ শুরু হয়েছে ৷ আগামী তিনদিনের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে ৷ সেখানে ২৪ ঘণ্টা থাকার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের কয়েকটি দল গঠন করা হচ্ছে ৷ ওই চিকিৎসকরা ওয়ার্ডের কাজ সেরে নিজেরাও কোয়ারেন্টাইনে যাবেন বলে জানা যাচ্ছে ৷ কিন্তু এই মুহূর্তে এত চিকিৎসক পাওয়া যাবে কি না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও এনিয়ে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, জেলাশাসকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Last Updated : Mar 23, 2020, 10:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details