মালদা, 21 এপ্রিল : বিপর্যয় যেভাবে মোকাবিলা করা হয়, ঠিক সেভাবেই করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করতে হবে ৷ বুধবার মালদায় সাংবাদিক সম্মেলন করে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ রাজ্যবাসীর প্রতি তাঁর বার্তা, ‘‘আতঙ্কিত হবে না ৷ বরং আক্রান্তদের প্রতি মানবিক হোন ৷’’ একইসঙ্গে নির্বাচন কমিশন যাতে করোনা আক্রান্তদের মধ্যে ইচ্ছুক সকলের ভোটদানের ব্যবস্থা করে, সেই আবেদনও কমিশনকে তাঁরা করবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো ৷ এক্ষেত্রে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা যায় কিনা, কমিশনকে তাও ভেবে দেখার অনুরোধ করা হবে ৷
এদিন মমতা জানিয়েছেন, করোনার টিকা কেনার জন্য একটি আপদকালীন তহবিল গঠন করা হয়েছে ৷ প্রাথমিকভাবে এই তহবিলে 100 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ৷ মমতা জানিয়েছেন, ইতিমধ্য়েই রাজ্য়ে প্রায় 93 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে ৷ জরুরি ভিত্তিতে আরও এক কোটি টিকা চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে ৷ তা এসে পৌঁছলেই সঙ্গে সঙ্গে আরও জোর কদমে শুরু হবে টিকাকরণের কাজ ৷
আগামী 2 মে রাজ্য়ে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে ৷ তাই 5 মে থেকে নতুন করে রাজ্যজুড়ে 18 বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে ৷ মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, করোনাকে ভয় পেলে চলবে না ৷ একসঙ্গে এর মোকাবিলা করতে হবে ৷