মালদা, 17 জুন : দেশজুড়ে চলছে চিকিৎসকদের আন্দোলন । আন্দোলনের জেরে ফিরতে হয়েছে বাড়িতে । বেঁচে থাকার ইচ্ছে রয়েছে । কিন্তু বাঁচার জন্য দরকার কেমোথেরাপি । তিনি ক্যানসারে আক্রান্ত । তাই সরকারের কাছে আর্জি জানাচ্ছেন মালদার বিজয় হালদার (61) । যেকোনও মূল্যে চিকিৎসা ব্যবস্থা আগের মতো শুরু করা হোক ।
ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের হরেকৃষ্ণ কোঙার কলোনি । ভারত-বাংলাদেশ সীমান্তের ধারে এই গ্রামের বাসিন্দা বিজয়বাবু । বিভিন্ন অনুষ্ঠানে প্যান্ডেল বাঁধতেন । তাঁর কাজের চর্চা জেলাজুড়ে । ফলে কাজের অভাবও হয়নি । বর্তমানে শরীরে থাবা বসিয়েছে মারণ ক্যানসার । কয়েক মাস আগে কাশির সঙ্গে রক্ত বেরোতে শুরু করে বিজয়বাবুর । মালদা শহরের এক চিকিৎসক তাঁর চিকিৎসা শুরু করেন । বিজয়বাবুর অভিযোগ, সেই চিকিৎসক তাঁর ভুল চিকিৎসা করেছেন । পরে CT স্ক্যান ও MRI করে চিকিৎসকরা জানান, তিনি ক্যানসারে আক্রান্ত । রোগ থাবা বসিয়েছে তাঁর ফুসফুসে ।