পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারীদের মঙ্গল কামনায় বোনফোঁটার আয়োজন মালদা শহরে

Bon Phonta in Malda: চার বছর আগে 'বোনফোঁটা' পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন মালদা শহরেরই কয়েকজন বোন ৷ সেই শুরু ৷ এখনও এই অনুষ্ঠানে ভাটা পড়েনি ৷ বরং প্রতি বছর অনুষ্ঠানে বোনেদের সংখ্যা বাড়ছে ৷

বোনফোঁটার আয়োজন মালদা শহরে
Bon Phonta in Malda

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 10:56 PM IST

বোনফোঁটার আয়োজন মালদা শহরে

মালদা, 27 নভেম্বর: "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা ৷" দীপান্বিতা অমাবস্যার দু'দিনের মাথায় বাঙালি এই শব্দবন্ধই আবহমানকাল ধরে শুনে এসেছে ৷ গত চার বছর ধরে মালদা শহরের কানে আসছে "বোন রে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা ৷"

চার বছর গুরুনানক জন্মদিন উপলক্ষে সকালে এই মন্ত্রেই বাতাস ভরে থাকে 'মালদার উঠোনে' ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ এদিনও সেই উঠোনে বোন মন্ত্রে মেতে উঠলেন বেশ কিছু মহিলা ৷ ধর্ম, অর্থ, বয়স সেখানে থমকেই ছিল ৷ চার বছর আগে 'বোনফোঁটা' পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন মালদা শহরেরই কয়েকজন বোন ৷ মূল ভাবনা মালদা কলেজের অধ্যাপক সুদেষ্ণা মৈত্রের ৷ সেই শুরু ৷ এখনও এই অনুষ্ঠানে ভাটা পড়েনি ৷ বরং প্রতি বছর অনুষ্ঠানে বোনেদের সংখ্যা বাড়ছে ৷ পরিধিও বাড়ছে ৷ এখন শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও গুরু নানকের জন্মজয়ন্তীতে সকালে বোনরা এই উঠোনে চলে আসছেন ৷ নিজেদের মঙ্গল কামনায় ৷ নিজেদের মধ্যে বন্ধন অটুট করতে ৷

মুর্শিদাবাদ থেকে মালদায় বেড়াতে এসেছিলেন মমতাজ খাতুন ৷ আত্মীয়র বাড়িতেই শোনেন বোনফোঁটার আয়োজনের কথা ৷ আর চার দেওয়ালে নিজেকে আটকে রাখতে পারেননি ৷ গতকাল রাত থেকেই যেন উত্তেজনায় ফুটছিলেন ৷ সকাল হতেই সটান হাজির শহরের কেন্দ্রস্থলে থাকা ইংরেজবাজার পৌরসভার 'মালদার উঠোনে' ৷ ফোঁটা নিলেন, ফোঁটা দিলেনও ৷ পরে ইটিভি ভারতকে বলেন, "দেখা দূরের কথা, এমনটা আগে কখনও শুনিনি ৷ তাই বোনফোঁটার খবর জেনেই চলে এসেছিলাম ৷ দিদিরা-বোনকে ফোঁটা দিচ্ছে ৷ খুব ভালো লাগল ৷ দিদিরা আমাকেও ফোঁটা দিলেন, আশির্বাদ করলেন ৷ আমিও বোনদের ফোঁটা দিলাম ৷ দিদি-বোন, সবাই ভালো থাক ৷"

অধ্যাপক সুদেষ্ণা বলেন, "চার বছর ধরে রমরমিয়ে এখানে বোনফোঁটার আসর চলছে ৷ গুরু নানকের জন্মদিনে আমরা এই উৎসব পালন করি ৷ বোনদের পাশে দাঁড়ানো, তাঁদের আয়ু বৃদ্ধির কামনা, জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে তাদের মঙ্গল কামনা করতে পারি, তার জন্যই এর আয়োজন ৷ মাঙ্গলিক আচার মেনে কাজল, দই, ধান, দূর্ব দিয়ে বোনকে আশির্বাদ করি ৷ এখানে ধর্ম, জাতি, আর্থিক ভেদাভেদ নেই ৷ এখানে বয়সও কোনও বাধা নয় ৷ সাত বছর কিংবা সত্তর, বোনদের শুভকামনায় সবাই এখানে আসতে পারেন ৷ বোনফোঁটার মন্ত্রও আমরাই তৈরি করেছি ৷ চার বছর হল, আমরা চাই সাড়ে চারশো বছর এই মন্ত্র উচ্চারিত হোক ৷"

আরও পড়ুন:

  1. বোনের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটা
  2. পথশিশুদের ফোঁটা দিতিপ্রিয়ার, বাদ গেলেন না বুম্বাদা থেকে রাজও
  3. বোন অগ্নিসার থেকে ফোঁটা নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ABOUT THE AUTHOR

...view details