মালদা, ৫ অক্টোবর : মহানন্দায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 । আজ সকালে নদী থেকে আরও পাঁচটি দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ একটি শিশু । উদ্ধারকাজ চলছে ৷ তবে নৌকাটিকে এখনও পাওয়া যায়নি ৷ আজ দুপুর থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে ।
পঞ্চমীর সন্ধ্যায় চাঁচলের জগন্নাথপুর ঘাটের কাছে মহানন্দায় ডুবে যায় যাত্রীবোঝাই একটি নৌকা ৷ নৌকাটিতে প্রায় 100 জন যাত্রী ছিলেন বলে দাবি স্থানীয়দের । যদিও প্রশাসনের দাবি, নৌকায় 35 জন যাত্রী ছিলেন ৷ জগন্নাথপুর ঘাট থেকে উত্তর দিনাজপুরের মুকুন্দপুর ঘাটে যাচ্ছিল নৌকাটি ৷ ওই এলাকায় একটি বাইচ প্রতিযোগিতা ছিল । তা দেখতেই অনেকে মুকুন্দপুর যাচ্ছিলেন ৷ নৌকাটি প্রথমে জগন্নাথপুর ঘাট থেকে যাত্রী তুলে যায় বিহারের আবাদপুর ঘাটে ৷ সেখান থেকেও অনেক যাত্রী নৌকায় ওঠে ৷ এরপর আরও কয়েকটি ঘাট হয়ে মুকুন্দপুরের উদ্দেশে রওনা দেয় নৌকাটি ৷ কিন্তু নাগর, বুড়ি মহানন্দা ও মহানন্দার সঙ্গমস্থলে নৌকাটি ডুবে যায় ৷