পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Attack: বিজেপি ছাড়তে না-চাওয়ায় 'আক্রান্ত' ! কাঠগড়ায় তৃণমূল - মালদা

মালদার মানিকচকে বিজেপি কর্মীর উপর হামলার (Malda Attack) অভিযোগ ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস ৷ শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিজেপি-র ৷ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

BJP worker being attacked in Malda
Malda Attack: বিজেপি ছাড়তে না চাওয়ায় 'আক্রান্ত' ! কাঠগড়ায় তৃণমূল

By

Published : Jul 16, 2022, 6:50 PM IST

মালদা, 16 জুলাই: শুধুমাত্র বিজেপি করার 'অপরাধে' এক ব্যক্তির উপর সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ আক্রান্তের নাম রফিকুল ইসলাম (33) ৷ তিনি বিজেপি-র সংখ্যালঘু সেলের কোষাধ্যক্ষ বলে দাবি গেরুয়া শিবিরের ৷ তাঁর বাড়ি মানিকচকের সৈয়দপুরের সাহেবনগর এলাকায় (Malda Attack)। আপাতত মালদা মেডিক্য়ালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি ৷ আহতের স্ত্রী সাবিলা খাতুনের অভিযোগ, পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হয়নি ৷

সাবিলা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁর স্বামীকে বিজেপি ছাড়ার জন্য চাপ দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ কিন্তু, তাঁর স্বামী রাজি হননি ৷ এর জন্য আগেও বেশ কয়েকবার অশান্তি হয়েছে ৷ কিন্তু, গত 13 জুলাই এলাকারই কয়েকজন তৃণমূল নেতা বাড়িতে ঢুকে রফিকুলকে মারধর করেন ৷ এমনকী, তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হয় বলে দাবি করেছেন সাবিলা ৷ ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ৷

মালদায় 'আক্রান্ত' বিজেপি কর্মী ৷

আরও পড়ুন:Arjun Singh : জগদ্দলে অর্জুনের সংবর্ধনা সভায় দুষ্কৃতী হামলা

বিজেপি-র দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ এই প্রসঙ্গে বলেন, বহু মানুষকে তৃণমূল করার জন্য জোর করা হচ্ছে ৷ একইসঙ্গে, বিজেপি ছাড়ার জন্য়ও অনেককে চাপ দেওয়া হচ্ছে ৷ রফিকুলও তেমনই ঘটনার শিকার হয়েছেন ৷

অন্যদিকে, জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, যদি কারও উপর অত্যাচার হয়ে থাকে, তাহলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷ পুলিশের তদন্তেই প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবে ৷

ABOUT THE AUTHOR

...view details