পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় ভোটের সঙ্গে আম এবং আমসত্ত্বও চাইলেন মমতা - বিধানসভা ভোট 2021

মালদায় সভা থেকে তিনি বলেন, "আপনাদের কাছে আবেদন, এবার আম আর আমসত্ত্ব তৃণমূলকে দিন ৷ জিতলে আমি এখানে আসব ৷ সেদিন আম, আমের আচার, আমসত্ত্ব সবই দিতে হবে ৷ আমার ভোটও চাই, আমের আচার, আম, আমসত্ত্ব, সবই চাই ৷”

মালদার সভায় মমতা
মালদার সভায় মমতা

By

Published : Apr 22, 2021, 6:35 PM IST

মালদা, 22 এপ্রিল : ষষ্ঠ দফা নির্বাচনে সমালোচনা করেও কেন্দ্রীয় বাহিনীকে রাজধর্ম পালন করার কথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে সপ্তম দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বাধা পেরিয়ে সবাইকে ভোট দেওয়ার আবেদন রাখলেন তিনি ৷ একই সঙ্গে মমতা ফের একবার আম নিয়ে মালদাবাসীর আবেগ উস্কে দেন ৷ জানান, ভোটে জেতার পর সামসিতে এসে শুধু আম নয়, আমের আচার আর আমসত্ত্বও নিয়ে যাবেন তিনি ৷

মালতিপুর এবং রতুয়া কেন্দ্রের দুই দলীয় প্রার্থীর সমর্থনে আজ সামসি কলেজ ময়দানে সভা করেন তৃণমূল সুপ্রিমো ৷ জেলায় দুটি সভা করে আজই তিনি উড়ে গিয়েছেন রাঢ়বঙ্গে ৷ সামসির সভায় মানুষের উপস্থিতি তৃণমূল নেত্রীকে কি খুশি করতে পারেনি ? অন্তত গতকাল হরিশ্চন্দ্রপুরের জনসভার তুলনায় আজ সভায় উপস্থিতির বহর ছিল অনেকটা কম ৷ সেকারণেই কী তিনি আজ মাত্র 12 মিনিটের বক্তব্য রেখেছেন ? এই জল্পনাই ভাসছে সেখানকার রাজনৈতিক মহলে ৷ বক্তব্যে তিনি অন্য সমস্ত সভার মতোই রাজ্য সরকারের গত 10 বছরের খতিয়ান এবং আগামীর প্রতিশ্রুতির কথা তুলে ধরেন ৷ বঙ্গে করোনা আমদানি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করেন তিনি ৷ করোনার প্রতিষেধক না পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনাও করেন ৷ সংযুক্ত মোর্চাকে বিজেপির সাহায্যকারী হিসাবে বর্ণনা করেছেন ৷ বিজেপিকে দাঙ্গা বাধানোর জন্য দায়ী করেছেন ৷ তাঁর দাবি, ইতিমধ্যেই বাংলার মানুষকে তাঁরা 93 লাখ ডোজ ভ্যাকসিন দিয়েছেন ৷

আজ মমতা ষষ্ঠ দফার নির্বাচনে রায়গঞ্জের একটি ঘটনা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকও বিঁধেছেন ৷ তিনি বলেন, “আমরা কেন্দ্রীয় বাহিনীকে আবেদন জানাচ্ছি, তারা যেন রাজধর্ম পালন করেন ৷ নিরপেক্ষভাবে কাজ করে ৷ শুনলাম, আজ কেন্দ্রীয় বাহনীর জওয়ানরা নাকি পাখার বন্দোবস্ত না করার জন্য রায়গঞ্জে একজন ব্লক অফিসারকে মারধর করেছে ৷ এর কোনও মানে হয় না ৷ " এরপর তিনি আবেদন করেন সপ্তম দফায় কেন্দ্রীয় বাহিনী বাধা দিলেও যেন সবাই ভোট দেন ৷ তবে সকলকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আবেদনও জানান তৃণমূল সুপ্রিমো ৷

মালদার সভায় মমতা

আরও পড়ুন : করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন মোদি ! আক্রমণ মমতার

তিনি বলেন, "আপনাদের কাছে আবেদন, এবার আম আর আমসত্ত্ব তৃণমূলকে দিন ৷ কারণ, মালদার আম সারা পৃথিবীতে বিখ্যাত ৷ এই কাজটা আমাদের আরও ভালো করে করতে দিন ৷ মালদার আম যাতে বাইরে বিক্রি হয় তার জন্য আমরা হট ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছি ৷ তাই আমকন্যা মালদাকে আপনারা তৃণমূলের হাতে তুলে দিন ৷ জিতলে আমি এখানে আসব ৷ সেদিন আম, আমের আচার, আমসত্ত্ব সবই দিতে হবে ৷ আমার ভোটও চাই, আমের আচার, আম, আমসত্ত্ব, সবই চাই ৷”

ABOUT THE AUTHOR

...view details