মালদা, 23 এপ্রিল : দিলীপ ঘোষের রোড শো থেকে বাড়ি ফিরে রাতে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির ৷ আহত গেরুয়া শিবিরের কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় আজ পুলিশে অভিযোগ জানিয়েছে আহতের পরিবারের লোকজন ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 1 ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে ৷
আহত বিজেপি কর্মীর নাম মজনু শেখ ৷ তিনি বলেন, “আমরা বিজেপি করি ৷ যারা হামলা করেছে তারা সবাই তৃণমূলের ৷ আমাদের বাড়ির দেওয়ালে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারও করা হয়েছে ৷ এর জন্য মাঝেমধ্যে ওরা দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল ৷ আমাকে মারার চেষ্টাও করে ৷ তবে সফল হয়নি ৷ সম্প্রতি আমরা দুই ভাই একটি পুকুর নিয়েছি ৷ পুকুরের জল তোলা নিয়েই আমার সঙ্গে প্রতিবেশী সুকুর মহম্মদ আর শাহেনশা আমার উপর হামলা চালায় ৷ আমি গোটা বিষয়টি নেতৃত্বকে জানিয়েছি ৷”