মালদা, 27 এপ্রিল : ভোটের নিরাপত্তার দায়িত্বে মালদায় এসে থাকার ব্যবস্থা না পাওয়ায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ প্রায় আধ ঘণ্টা অবরোধের পর পুলিশ এসে অবরোধ তুলে দেয় ৷ মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের রামকৃষ্ণপল্লি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে ৷
দক্ষিণ দিনাজপুর থেকে দায়িত্ব শেষ করে অষ্টম দফার ভোটের দায়িত্ব পালন করতে মালদায় আসছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সন্ধে ছটা নাগাদ মালদা শহরে এসে পৌঁছন তাঁরা ৷ সেখান থেকে মহিলাদের নিয়ে যাওয়া হয় নিবেদিতা গার্লস হাইস্কুলে ৷ অভিযোগ, পুরুষ জওয়ানদের থাকার কোনও জায়গা দেওয়া হয়নি ৷ প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষা করার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন জওয়ানরা ৷ জেলা প্রশাসনের ওপর ক্ষিপ্ত হয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে তাঁদের মালদা গার্লস স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ৷ অবরোধ তুলে নেন জওয়ানরা৷