মালদা, ৩ মে : চাঁচলের দক্ষিণপাড়া এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনেই রয়েছে ব্যাঙ্কটির ATM । আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই ATM এর কাঁচের দেওয়াল ভাঙা অবস্থায় দেখতে পায়। আরও নজরে আসে ATM মেশিনের পাশেই পড়ে রয়েছে একটি ভাঙা ইটের টুকরো। বিষয়টি নিয়ে নজরে আসতে খবর দেওয়া হয় পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশ। এই ঘটনায় ব্যাঙ্কের পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিষয়টি নিয়ে স্থানীয় এক বাসিন্দা সরোজ সরকার জানান, "সকালে বাজার করতে বেরিয়ে জানতে পারি ATM লুটের চেষ্টা করেছে দুষ্কৃতীরা। লকডাউনের সময় রাস্তায় লোকজন থাকে না। সেই সুযোগেই হয়তো দুষ্কৃতীরা ATM লুটের চেষ্টা করছিল। তবে জানতে পেরেছি দুষ্কৃতীরা ATM মেশিন ভাঙতে পারেনি। "