মালদা, ১২ মার্চ : লোকসভা নির্বাচনে হোয়াটসঅ্যাপ গ্রুপে পারিশ্রমিকের বিনিময়ে প্রচারের জন্য আবেদনপত্র জমা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল যুব কংগ্রেসের বিরুদ্ধে। BJP জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনে নালিশ জানাবে।
ভোটে TMC-র হয়ে হোয়াটসঅ্যাপে প্রচার করলে মিলবে টাকা ? - whats app
হোয়াটসঅ্যাপ গ্রুপে পারিশ্রমিকের বিনিময়ে প্রচারের জন্য আবেদনপত্র জমা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল যুব কংগ্রেসের বিরুদ্ধে
মালদায় তৃণমূল যুব কংগ্রেস দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচার চালায়। গ্রুপ দুটি হল AITCSSMC-ENGLISHBAZAR 51 ও AITCSSMC ইংলিশবাজার। গতকাল সকালে দুটি গ্রুপেই পোস্ট করা হয়, "লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে। এখন তৃণমূল কংগ্রেসের সব ডিজিটাল সৈনিকদের আরও মজবুত হতে হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতেই হবে। তার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৫০ জন করে সাইবার সৈনিক প্রয়োজন। এই সৈনিকদের পারিশ্রমিকও দেওয়া হবে।" এই আবেদনের সঙ্গে একটি ফর্ম পোস্ট করা হয়। ইচ্ছুক সৈনিকদের যোগাযোগ করার জন্য একটি মোবাইল ফোন নম্বরও দেওয়া হয়। পোস্টটি হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে।
বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন BJP যুব মোর্চার মালদা জেলা সভাপতি শিবশংকর পোদ্দার। তিনি বলেন, "আমার কাছে খবর আছে, টাকাপয়সার প্রলোভন দিয়ে তৃণমূলের সংগঠন সোশাল মিডিয়াকে দখল করার চেষ্টা করছে। তারা বুঝতে পেরেছে, তাদের তুলনায় BJP-র সোশাল মিডিয়া সেল ৩০০ গুন বেশি কাজ করছে। সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ কর্মী না পেয়ে তারা পয়সার প্রলোভন দিচ্ছে। ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে। তৃণমূল যতই খরচ করুক, প্রতিটি পয়সার হিসাব নির্বাচন কমিশনকে দেখাতে হবে। এই বিষয়টি নিয়ে আমি দলের জেলা সভাপতির সঙ্গে আলোচনা করছি। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানাতে হবে। তবে তৃণমূল যত টাকা পয়সাই খরচ করুক না কেন, এবার মানুষ এই রাজ্যে পরিবর্তন চাইছে। ভোটের ফলেই তার প্রমাণ মিলবে।"
BJP-র পক্ষ থেকে এনিয়ে প্রশ্ন তোলা হলেও তৃণমূল যুব কংগ্রেসের মালদা জেলা সভাপতি অম্লান ভাদুড়ি বলেন, "যে গ্রুপ থেকে এই পোস্ট করা হয়েছে, সেটি দলের অনুমোদিত নয়। আমার মনে হয়, তৃণমূলের কিছু সমর্থক এই কাজ করেছে। সম্ভবত তারা নির্বাচনী আইন সম্পর্কে ততটা অবগত নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমরা খোঁজ নিয়ে তাদের সঙ্গে কথা বলব। এই পোস্ট সম্পর্কে দল কিছুই জানে না। দলের আলাদা দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেখান থেকেই দলীয় কাজকর্ম কিংবা প্রচার হয়ে থাকে।"