পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় 500 গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত ব্যক্তি - আতাবুল শেখ

500 গ্রাম ব্রাউন সুগার পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে মালদা শহরের কানির মোড় এলাকায়৷

brown sugar
পাঁচ প্যাকেট ব্রাউন সুগার

By

Published : Jan 23, 2020, 3:13 PM IST

মালদা, ২৩ জানুয়ারি : মাঝে কয়েকদিন নিশ্চুপ ৷ সুযোগ বুঝেই ফের সক্রিয় হয়ে উঠেছে ব্রাউন সুগার পাচারকারীরা ৷ সূত্র মারফত এই খবর পেয়েছিল পুলিশ ৷ ফাঁদ পাততে মিলল সাফল্যও ৷ রাজ্যজুড়েই রমরমিয়ে চলছে মাদক চক্রের ব্যবসা ৷ মাদকের নেশায় ডুবে থাকছে যুব সম্প্রদায় ৷ মাদক চক্র রুখতে পুলিশ তৎপর, পাচারকারীদের ধরতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে ৷
গতকাল রাতেও ঘটল এই ঘটনা ৷ মালদা শহরের কানির মোড় এলাকা থেকে 500 গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ ধৃত ব্যক্তির নাম আতাবুল শেখ (26) ৷ তার বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত নারায়ণপুরে ৷

পাঁচ প্যাকেট ব্রাউন সুগার

পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে মোট পাঁচ প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করে৷ প্রতিটি প্যাকেটেই 100 গ্রাম করে ব্রাউন সুগার ছিল৷ ধৃত ব্যক্তি এই ব্রাউন সুগার কোথা থেকে পেয়েছে, কোথায় পাচার করছিল তা জানার জন্য ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় আইনের এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

ইংরেজবাজার থানার পুলিশের সঙ্গে ধৃত ব্যক্তি

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ‘গতকাল রাতে মালদা শহরের কানির মোড় এলাকা থেকে 500 গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথায় পাচার করা হচ্ছিল, এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার জন্য ধৃত ব্যক্তিকে পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

ভোজ্য মশলার প্যাকেটে 6 কোটির হেরোইনসহ ধৃত 1

ABOUT THE AUTHOR

...view details