মালদা, 16 মে: কালিয়াচকের পর এবার বৈষ্ণবনগরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ৷ চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার নাবালকের বিরুদ্ধে ৷ রবিবারের এই ঘটনায় ওই নাবালিকার পরিবারের তরফে চার নাবালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে চার নাবালককে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ ৷ ঘটনাকে কেন্দ্র করে মালদায় ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 14 মে রবিবার বাড়ির পিছনে 10 বছর বয়সি ওই ছাত্রী খেলাধুলো করছিল ৷ অভিযোগ, সেই সময় চার নাবালক ওই ছাত্রীকে ধর্ষণ করে ৷ ভয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি ওই নাবালিকা ৷ পরদিন যন্ত্রণা বাড়তে থাকায় পরিবারের লোকেদের শারীরিক অসুস্থতার কথা জানায় সে ৷ পরিবারের লোকজন ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের বিষয়টি সামনে আসে ৷ এরপরেই পরিবারের তরফে চার নাবালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, আজ বৈষ্ণবনগর থানার পুলিশ অভিযুক্ত নাবালকদের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য এক অভিভাবককেও থানায় নিয়ে গিয়েছে ৷