কলকাতা, 6 এপ্রিল:পঞ্চায়েত নির্বাচনের আগে দলের মহিলা সংগঠনকে ফের একবার সক্রিয় করছে ঘাসফুল শিবির ৷ সূত্রের খবর, গ্রামের মহিলা ভোটারদের মন পেতে এই রণকৌশল প্রয়োগ করা হচ্ছে ৷ যতদূর জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের অন্যতম শক্তি অর্থাৎ মহিলা ভোট ব্য়াংকের উপর আরও একবার ভরসা রাখতে চাইছে রাজ্যের শাসকদল ৷ সেই কারণেই রাজ্য সরকারি প্রকল্পগুলির প্রচারের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে দলের মহিলা ব্রিগেডের উপর ৷ যাতে তাঁরা সরাসরি সেগুলির খতিয়ান মহিলা ভোটারদের সামনে তুলে ধরতে পারেন ৷
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে ফের পথে নেমে প্রচার শুরু করবে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা ৷ বাংলা নববর্ষের আগেই তিন দফায় অনুষ্ঠিত হবে এই কর্মসূচি ৷ আগামী 10 এবং 11 এপ্রিল প্রত্যেক জেলায় সংশ্লিষ্ট জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীদের সঙ্গে ব্লক সভানেত্রীদের বৈঠক হবে ৷ এরপর আগামী 13 থেকে 16 এপ্রিল পর্যন্ত বুথস্তরের মহিলা সংগঠকদের সঙ্গে বৈঠক করবেন ব্লকের সভানেত্রীরা ৷ সবশেষে আগামী 19 থেকে 30 এপ্রিল রাজ্যের নানা প্রান্তে জনসভা করে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প এবং মহিলাদের জন্য চালু হওয়া পরিষেবাগুলি নিয়ে প্রচার করবেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীরা ৷
প্রসঙ্গত, একুশের হাই ভোল্টেজ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম ভরসার জায়গা ছিল রাজ্যের মহিলা ভোট ব্য়াংক ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, দুর্নীতি নিয়ে যতই জেরবার থাকুক সরকারপক্ষ, মহিলা ভোটাররা দিদির পক্ষে থাকলে তাঁকে ঠেকানো কঠিন ৷ এই সহজ অঙ্ক দিদিরও অজানা নয় ৷ তাই তিনিও সেভাবেই ঘুঁটি সাজাচ্ছেন ৷ মহিলা ভোটারদের মন জিততে দলের মহিলা দূতদের দুয়ারে পৌঁছে দিতে চাইছেন মমতা ! তার জন্য তৃণমূল মহিলা কংগ্রেসের সংগঠন আরও মজবুত করা হচ্ছে ৷
আরও পড়ুন:নজরে হুগলি, 20 এপ্রিল জেলা নেতৃত্বের সঙ্গে কালীঘাটে বৈঠক মমতার
এই প্রসঙ্গে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, "ইতিমধ্যেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চলছে আমাদের রাজ্যে ৷ বাংলার মেয়েরা যে দিদির প্রশাসনে সুরক্ষিত, এই কথা বলার অপেক্ষা রাখে না ৷ সেই কারণেই আমরা আরও বেশি করে মহিলাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি ৷ ইতিমধ্যেই দলের তরফে একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ৷ এই কর্মসূচি রাজ্যের 36টি সাংগঠনিক জেলায় অনুষ্ঠিত হবে ৷ এই কর্মসূচির মাধ্যমে আমাদের লক্ষ্য হল, আরও বেশি সংখ্যক মহিলার কাছে পৌঁছে যাওয়া ৷ এই সরকার যে তাঁদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে, সেটা মহিলাদের সামনে তুলে ধরা হবে ৷"