কলকাতা, 26 জানুয়ারি : দিন দুয়েকের বৃষ্টি শেষে নিজস্ব ছন্দে ফিরবে শীত ? নাকিমাঘের দ্বিতীয়ার্ধই শীতের শেষ ইনিংস ? এবছর শীতের চরিত্র নিয়ে সন্দিহান আবহাওয়াবিদরা ৷ কারণ শীত যেভাবে বারবার ভোলবদল করেছে তাতে সে আর বঙ্গে বিরাজ করবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে (West Bengal Weather Update) ৷
ঘূর্ণাবর্ত এবং দুটি অক্ষরেখার দৌলতে বিপুল পরিমাণ জলীয় বাষ্পের উপস্থিতি বারবার শীতের যাত্রাপথে মই দিয়েছে । তবে উত্তর ভারতের প্রবল ঠান্ডা এখানে শীতের পালে হাওয়া দিতে পারে । ফলে আকাশ পরিষ্কার হলে ঠান্ডার প্রত্যাবর্তনে বাধা থাকবে না বলে মনে করছে হাওয়া অফিস । কারণ উত্তর ভারতে নতুন করে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । মঙ্গলবার রাতের দিকে কলকাতার তাপমাত্রার পারদ কিছুটা নেমেছিল ৷ বৃহস্পতিবার থেকে গোটা বঙ্গেই আকাশ ঝকঝকে হয়ে উঠবে ৷ ফলে সেদিন থেকে শীত ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না (winter chill may returns after brief spell of light rains in west bengal) ৷