পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gang Rape Case: গণধর্ষণের অভিযোগে 10 দিন পরেও কেন নেওয়া হয়নি গোপন জবানবন্দি ? ক্ষুব্ধ হাইকোর্ট - Calcutta High Court News

গণধর্ষণের (Gang Rape Case) অভিযোগে 10 দিন পরেও কেন গোপন জবানবন্দি নেয়নি ? এই প্রশ্ন করে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court News)৷

Calcutta High Court ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By

Published : Feb 28, 2023, 6:25 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি:গণধর্ষণের অভিযোগে (Gang Rape Case) 10 দিন পরেও কেন গোপন জবাববন্দি নেওয়া হয়নি ? পুলিশের কাছে এই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court News) বিচারপতি রাজাশেখর মান্থা । তাঁর নির্দেশ আজই বিকেলের মধ্যে এই গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করতে হবে পুলিশকে । পাশাপাশি সিআরপিএফ বা সিআইএসএফ নির্যাতিতার নিরাপত্তার ব্যবস্থা করবে ৷ বিচারপতি এ দিন বলেন, "পুলিশের ব্যবহার দেখে কষ্ট হচ্ছে ৷"

বিচারপতি মঙ্গলবার বলেছেন, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার গোটা ঘটনাক্রম খতিয়ে দেখে রিপোর্ট দেবেন । তার মধ্যে বিষ্ণুপুর থানা ও বাঁকরাহাট আউট পোস্টের ভূমিকা খতিয়ে দেখে জানাতে হবে । মহিলা পুলিশ ছিল কি না, কেন এফআইআর করতে দেরি, যাবতীয় বিষয় খতিয়ে দেখে রিপোর্ট দেবেন সুপার । সিআরপিএফ তিন সপ্তাহ নিরাপত্তা দেবে নির্যাতিতাকে । কারণ মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে হুমকি এ দিনও দেওয়া হয়েছে ।

আগামী শুনানির আগে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে ও গণধর্ষণের ধারা যুক্ত করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি । এই তদন্তে পুলিশ সুপারকে সিনিয়র অফিসার নিয়োগ করতে ও আইও-কে সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি । কারণ তাঁর মতে, মাত্র দু বছর চাকরিতে যোগ দেওয়া কোনও আধিকারিকের গণধর্ষণের মতো মামলার তদন্তের দক্ষতা থাকবে না ৷

বিচারপতির প্রশ্ন, 17 ফেব্রুয়ারির ঘটনায় সেই দিনই থানায় গিয়েছিলেন নির্যাতিতা ৷ তবু কেন ঘটনার দিনেই এফআইআর হয়নি ? পুলিশ জবাবে জানায়, সে দিন মহিলা কনস্টেবল ছিল না বাঁকরাহাটে । এই জবাবে ক্ষুব্ধ বিচারপতি বলেন, "10 দিন হয়ে গিয়েছে । আপনাদের লেডি কনস্টেবল নেই ! এটা কী চলছে ? পুরো সিস্টেম তো আপনারা ভেঙে দিচ্ছেন । 10 দিনেও পরনের পোশাক বাজেয়াপ্ত করা হয়নি । মোবাইল বাজেয়াপ্ত হয়নি ।"

আরও পড়ুন:অভিজিৎ সরকারের পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

পরে কেন্দ্রের তরফে জানানো হয়, সিআরপিএফ বা সিআইএসএফের কোনও বাহিনী দক্ষিণ 24 পরগনায় নেই ৷ তাই নির্যাতিতাকে কলকাতা পুলিশ নিরাপত্তা দিয়ে গোপন জবাববন্দি দিতে নিয়ে যাবে । বুধবার থেকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেবে নির্যাতিতার বাড়িতে ৷

গণধর্ষণের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার এক বাসিন্দা । পাশাপাশি মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে পর্যাপ্ত নিরাপত্তারও আর্জি জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details