পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee Slams BJP: এত ভয় কীসের? বিজেপিকে কড়া কটাক্ষ অভিষেকের - একশো দিনের জব কার্ড হোল্ডার

আজ বাসেই রাজধানী রওনা দেবেন একশো দিনের জব কার্ড হোল্ডাররা ৷ তার আগের রাতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক ৷

ETV Bharat
অভিষেক

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 8:26 AM IST

Updated : Sep 30, 2023, 9:20 AM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: "এত ভয় কীসের ?" এই ভাষাতেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার রাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ করেন তিনি ৷ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মনরেগা জব কার্ড হোল্ডাররা কলকাতায় এসে পৌঁছেছেন ৷

আজ, শনিবার বিশেষ ট্রেনে তাঁদের দিল্লি যাওয়ার কথা ছিল ৷ তবে শেষ মুহূর্তে সেই ট্রেনটি বাতিল হয়ে যায় ৷ এরপর তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, কর্মীদের বাসে করে রাজধানী নিয়ে যাওয়া হবে ৷ দ্রুত বাসের ব্যবস্থাও করা হয়। বুঝিয়ে দেওয়া হয়, কোনও ভাবেই আন্দোলন থেকে পিছিয়ে আসবে না বাংলার শাসকদল ৷ এর আগেই বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক ৷

তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সময় একশো দিনের কাজের প্রাপ্য টাকা আদায়ে দিল্লি গিয়ে ধরনা দেওয়ার কথা জানিয়েছিলেন অভিষেক ৷ সেই অনুযায়ী 30 সেপ্টেম্বর শিয়ালদহ থেকে একটি ট্রেনে রাজধানী যাবেন একশো দিনের জব কার্ড হোল্ডাররা ৷ এমনটাই কথা ছিল ৷

আরও পড়ুন: '3 তারিখের তদন্ত যেন ক্ষতিগ্রস্ত না-হয়', নির্দেশ বিচারপতির; হাজিরা কি এড়াবেন অভিষেক ?

এদিকে গতকাল জানা যায়, ওই বিশেষ ট্রেনটি বাতিল হয়ে গিয়েছে ৷ এই প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, "আপনারা রাম লীলা ময়দানে ধরনা কর্মসূচির অনুমতি দেননি ৷ এবার বিশেষ ট্রেনটিও বন্ধ করে দিলেন ৷ এত ভয় কীসের ?"

দিল্লি পুলিশের অনুমতি না-দেওয়া প্রসঙ্গে অভিষেক বলেন, "আমরা প্রথমে রামলীলা ময়দানে এই কর্মসূচি করার জন্য় আবেদন জানিয়েছিলাম ৷ 1 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গ থেকে দিল্লি যাবে ৷ সেখানে একটা অস্থায়ী তাঁবু খাটানোর কথা ভেবেছিলাম ৷ দিল্লি পুলিশকে পাঁচবার চিঠি লেখা সত্ত্বেও তারা আমাদের অনুমতি দেয়নি ৷"

তিনি আরও বলেন, "এরপর কৃষি ভবনের বাইরে জনসভা করার অনুমতি চাইলাম ৷ সেখানেও করতে দেওয়া হল না ৷ রাজঘাটের জন্য এখনও কোনও লিখিত অনুমতি পাইনি ৷ লোদি এস্টেটে বিক্ষোভ কর্মসূচি করতে চেয়েছি ৷ সেখানেও অনুমতি দেওয়া হয়নি ৷?"

রেল কর্তৃপক্ষকে অভিষেকের প্রশ্ন, "রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের জন্য টাকা নিয়েছে ৷ কিন্তু ট্রেনটি দিতে অস্বীকার করেছে ৷ তাহলে টাকা নিল কেন ? আজ কলকাতায় প্রায় তিনহাজার বিক্ষোভকারী এসেছেন ৷ এঁদের মধ্যে 80 শতাংশই মহিলা ৷ তাঁরা তাঁদের অধিকারের জন্য লড়তে দিল্লি যাবেন ৷ বিজেপি তাঁদের অধিকার থেকে বঞ্চিত করেছে ৷"

ভারতজুড়ে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ অভিষেক ৷ তিনি বলেন, "একদিন অন্তর প্রধানমন্ত্রী ট্রেনের উদ্বোধন করছেন ৷ এদিকে দুঃস্থদের এই ট্রেনে যাতায়াত করার কোনও অধিকারই নেই ৷"

তিনি আরও জানান, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতর থেকে মেলে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী এই সময় দিল্লিতে থাকবেন না ৷ অভিষেক বলেন, "আমরা গিরিরাজ সিংয়ের দফতর থেকে একটা মেল পেয়েছি ৷ তাতে লেখা আছে তিনি দিল্লিতে থাকছেন না ৷ আমরাও পালটা জানিয়েছি, আমরা রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব ৷" তবে এত বাধা সত্ত্বেও 2-3 অক্টোবর রাজঘাটে বিক্ষোভে নামবে বলে জানিয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন:শেষ মুহূর্তে দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল রেলের! বিজেপিকে আক্রমণ অভিষেকের

Last Updated : Sep 30, 2023, 9:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details