কলকাতা, 23 মার্চ: দক্ষিণবঙ্গে বিরতি নিলেও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি আরও কয়েকদিন চলবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই পূর্বাভাসে আশাহতের কারণ নেই। কয়েকদিনের বিরতি নিয়ে ঝড়-বৃষ্টি ফিরবে দক্ষিণবঙ্গে। তাই সামনের কয়েকটি দিন পারদ দক্ষিণবঙ্গে চড়বে। ইতিমধ্যে আবহাওয়া তার খামখেয়ালীপনা বজায় রেখেছে। সান্দাকাফুতে যখন তুষারপাত তখন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। দক্ষিণবঙ্গেও তাই (West Bengal Weather Forecast) ।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ চন্দ্র দাস বলছেন, এই মুহূর্তে যে অক্ষরেখাটি রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত সেটা দুর্বল হয়ে গিয়েছে। নতুন করে একটা অক্ষরেখা তৈরি হয়েছে। যার অবস্থান হচ্ছে নেপাল থেকে বিহার পর্যন্ত। এর ফলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গে অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে। আজ ও আগামিকাল এবং পরশু পর্যন্ত খুব হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।
আগে যে ঘূর্ণাবর্ত অক্ষরেখা ছিল সেগুলো আবার অনুকূল হওয়ার কারণেই এই ঝড়-বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই। ঝড়বৃষ্টি যেমন চলছে সেইরকম চলতে থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী তিন দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ গতকাল থেকেই কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের আকাশে মেঘ কেটে সূর্য উঠেছে। রৌদ্রজ্বল দিন হওয়ায় তাপমাত্রার পারদ গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেড়েছে। কয়েকদিন আগে স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ 8 ডিগ্রি নেমে গিয়েছিল।
আরও পড়ুন:আর্থিক উন্নতির আশা বৃশ্চিকের, কর্মক্ষেত্রে বাকি রাশির কেমন কাটবে; জেনে নিন
তা আবার বাড়তে শুরু করেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 20.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 93 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি সেভাবে হয়নি। আজ বৃহস্পতিবার দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকবে।