পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : আবহাওয়া শীঘ্রই গরম ইনিংস খেলবে, পূর্বাভাস আলিপুরের - পশ্চিমবঙ্গে গরম

বসন্ত বিদায়ের পথে ৷ এবার চৈত্রের পালা (West Bengal Weather Update) ৷

Summer in Bengal
আসছে চৈত্র মাস

By

Published : Mar 8, 2022, 7:17 AM IST

কলকাতা, 8 মার্চ: চৈত্রমাসে জ্বলবে বাংলা । কোনও রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি নয়, আবহাওয়া এবছর প্রথম থেকেই গরমাগরম ইনিংস খেলবে । তাই আসন্ন চৈত্রমাসে উত্তপ্ত আবহাওয়া বাংলায় । ইতিমধ্যে রোদের তাপ বাড়ছে । ভোরের দিকে হালকা ঠান্ডা বোধ হলেও তার মেয়াদ আর বেশিদিন নয় । ফলে অস্বস্তিকর গরমেই মানিয়ে নিতে হবে বাংলাকে ।

তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এখনই বৃষ্টি হওয়ার কোনও সম্ভব নেই । নিম্নচাপের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, তার রূপরেখা বুঝতে আরও ক'টি দিন অপেক্ষা করতে হবে । রৌদ্রজ্জ্বল দিনে যেমন পারদ চড়ছে, রাতেও তা অব্যাহত থাকবে । মঙ্গলবার কলকাতা এবং আশপাশ অঞ্চলে রাতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.2 সেলসিয়াস ৷ দুটোই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 8th March : সম্পর্কের প্রতি বিশ্বাস বাড়ান নাহলে ভুগতে হতে পারে হতাশায়, এমনই ইঙ্গিত মীন রাশিতে বাকিদের ভাগ্যে কী ?

আজ, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ছুঁতে পারে । সর্বনিম্ন তাপমাত্রাও বেড়ে 21 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । তাই বলা যায় চৈত্রমাসে "আরামের সর্বনাশ" ধেয়ে আসছে । তারই আগমনী বসন্তের বেলাশেষে তাপমাত্রার পারদ চড়ায় ।

ABOUT THE AUTHOR

...view details