পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona Update West Bengal : দৈনিক সংক্রমণ ফের সাতশোর ঘরে, চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর 24 পরগনা - পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি

দৈনিক সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর 24 পরগনা ৷ দুটি জেলাতেই দৈনিক সংক্রমণ একশোর বেশি ৷ কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা 127 ৷ আর উত্তর 24 পরগনায় দৈনিক আক্রান্ত 138 ৷

Corona Update West Bengal
Corona Update West Bengal

By

Published : Sep 14, 2021, 9:19 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : দৈনিক সংক্রমণ ফের ছুঁল সাতশোর ঘর ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 703 ৷ আগের দিন যা ছিল 506 ৷ গত 24 ঘণ্টায় বেড়েছে মৃত্যুও ৷ আগের দিন 10 জন মারা যান ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15 লাখ 58 হাজার 117 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 713 জন ৷ সবমিলিয়ে সুস্থের সংখ্যা 15 লাখ 31 হাজার 444 ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 18 হাজার 599 জনের ৷ সক্রিয় রোগীর সংখ্যা 8 হাজার 74 ৷ সুস্থতার হার 98.29 শতাংশ ৷

আরও পড়ুন : Child Fever : জলপাইগুড়ির পর শিলিগুড়িতে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বর

আজ মোট 35 হাজার 998 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 1 কোটি 75 লাখ 41 হাজার 500 ৷ মৃতের সংখ্যায়ও উপরে উত্তর 24 পরগনা ও কলকাতা ৷ উত্তর 24 পরগনায় গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 5 জনের ৷ আর কলকাতায় মারা গেছেন 3 জন ৷

ABOUT THE AUTHOR

...view details