পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona Update in Bengal : নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ - NEW COVID CASES IN LAST 24 HOURS

গত 24 ঘণ্টায় হুগলি ও উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 2 জনের (Three Died of corona in North 24 parganas) ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 3 জনের (Corona Update in Bengal) ৷

Corona Update in Bengal
বাংলায় করোনা

By

Published : Dec 14, 2021, 7:50 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর :কলকাতা, 14 ডিসেম্বর : রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Corona Infection)৷ নমুনা পরীক্ষা বাড়তেই ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতর (Health Department) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 552 জন ৷ আগের দিন যা ছিল 418 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 161 জন ও উত্তর 24 পরগনায় 101 জন (Corona Update in Bengal) ৷

গত চব্বিশ ঘণ্টায় একই জায়গায় দাঁড়িয়ে মৃত্যুর সংখ্যা ৷ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন (Died of Corona in Bengal) 10 জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 620 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 16 লাখ 24 হাজার 161 জন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 554 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 97 হাজার 36 জন ৷ রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর (Active Case) সংখ্যা 7 হাজার 505 জন ৷

আজ 32 হাজার 685 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আগের দিন যা ছিল 22 হাজার 327 ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 8 লাখ 14 হাজার 162 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 48 হাজার 537 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 5 লাখ 25 হাজার 314 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 39 লাখ 25 হাজার 522 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 3 কোটি 32 লাখ 11 হাজার 845 জন ৷

আরও পড়ুন :WHO on Omicron : ওমিক্রনের সংক্রমণ ছাপিয়ে যেতে পারে ডেল্টাকেও, সতর্কবার্তা হু-এর

ABOUT THE AUTHOR

...view details