পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona Update in Bengal : রাজ্যে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত 1 - Corona Positivity Rate in Bengal

ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতির পথে রাজ্য (West Bengal COVID Update) ৷ নামছে করোনা সংক্রমণের গ্রাফ ৷ সংক্রমণের হার (Corona Positivity Rate in Bengal) দাঁড়িয়েছে 0.22 শতাংশে ৷

COVID in Bengal
বঙ্গের করোনা আপডেট

By

Published : Mar 15, 2022, 8:31 PM IST

কলকাতা, 15 মার্চ :নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Corona Update in Bengal) ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 43 জন ৷ সোমবার যা ছিল 35 ৷ গত দু'দিন ধরে মৃত্যু দাঁড়িয়ে 1 -এ ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 189 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 16 হাজার 516 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 125 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 94 হাজার 45 জন (Present COVID Situation in Bengal) ৷ মঙ্গলবার নমুনা পরীক্ষা হয়েছে 19 হাজার 198 জনের ৷ আগের দিন যা ছিল 11 হাজার 995 জনের৷ সুতরাং, নমুনা পরীক্ষা বাড়তেই সংক্রমণ সামান্য বাড়ল বলে মনে করা হচ্ছে ৷

রাজ্যে এদিন 93 হাজার 527 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ মোট 69 লাখ 790 হাজার 265 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 59 লাখ 191 হাজার 619 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 17 লাখ 3 হাজার 353 জন ৷

আরও পড়ুন :Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ আড়াই হাজারে, বাড়ল মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details