কলকাতা, 1 জুলাই:রাজ্যে প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে সংক্রমণের হারও ৷ শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 1 হাজার 739 জন (West Bengal Registers 1739 New Covid Cases in Last 24 Hours)৷ আগের দিন যা ছিল 1 হাজার 524 জন ৷
রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 14.72 শতাংশ ৷ আগের দিন যা ছিল 12.89 শতাংশ (Covid Positivity rate in Bengal) ৷ যদিও গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 219 জনের ৷ মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 31 হাজার 164 ৷