কলকাতা, 18 জানুয়ারি : সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ ৷ রাজ্যে করোনা বিধিনিষেধের সুফল মিলছে (Corona in Bengal) ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রামিতের সংখ্যা সামান্য বেড়ে 10 হাজার 430 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 9 হাজার 385 ৷ তবে সংক্রমণের হার বেশ খানিকটা কমে হয়েছে 19.38 শতাংশ ৷ আগের দিন যা ছিল 26.43 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় একজন বেড়ে মৃতের সংখ্যা 34 ৷
গতবছরের শেষভাগ থেকে রাজ্যে করোনা সংক্রমণের হার ছিল ঊর্ধ্বমুখী ৷ সংক্রমণ 24 হাজারের গণ্ডি পার করে গিয়েছিল ৷ করোনার দ্বিতীয় ঢেউয়েও এত সংক্রমণ দেখেনি রাজ্য ৷ পরিস্থিতি বাগে আনতে নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্য শুরু হয় আংশিক বিধিনিষেধ ৷ দিন পনেরোর মধ্যেই সেই সুফল মিলেছে হাতেনাতে ৷ 24 হাজার থেকে সংক্রমণ নেমে এসেছে দশ হাজারে ৷ কমেছে পজিটিভিটি রেট ৷ ফলে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যবাসী ৷
গত 24 ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 205 জন ৷ আগের দিন যা ছিল 2 হাজার 879 জন ৷ উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 1 হাজার 761 জন ৷ গত 24 ঘণ্টায় কলকাতা লাগোয়া এই জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন 7 জন ৷ কলকাতায় সংখ্যাটা 10 জন ৷
আরও পড়ুন :IIT Kharagpur Covid Protocol: বাড়ছে আক্রান্তের সংখ্যা, কড়া বিধিনিষেধ আইআইটি খড়্গপুরে