কলকাতা, 2 মার্চ : পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে । এমনটাই মনে করছে চিকিৎসকদের পাঁচটি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস । সতর্ক না থাকলে এই সময় করোনার সেকেন্ড ওয়েভের সম্ভাবনা থেকে যাচ্ছে । একইসঙ্গে এই মঞ্চের তরফে জানানো হয়েছে, এখনও ক্লিনিকাল ট্রায়ালের থার্ড ফেজ় চলছে । তাই বাধ্যতামূলক করা যাবে না করোনা টিকাকরণ ।
রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের পাঁচটি সংগঠনের যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং চিকিৎসক হীরালাল কোঙার বলেছেন, "করোনার গ্রাস থেকে আমরা এখনও মুক্ত হতে পারিনি । এই সময় দেশের পাঁচটি রাজ্যে প্যানডেমিকে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে । আমেরিকা, ব্রিটেন সহ বহু দেশেই করোনা সেকেন্ড ওয়েভ ভয়ংকর হয়েছে । আমাদের রাজ্যেও গত দুই সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । করোনার সেকেন্ড ওয়েভ আমাদের রাজ্যেও আছড়ে পড়তে পারে এমন আশঙ্কা অমূলক নয়। "
চিকিৎসকদের এই মঞ্চের তরফে জানানো হয়েছে, সমীক্ষা অনুযায়ী, এখনও পর্যন্ত জনসংখ্যার মাত্র এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে । বাকি মানুষরা এখনও করোনা থেকে নিরাপদ নন । 10 কোটি রাজ্যবাসীর মধ্যে এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন মাত্র 10 লাখের কম । আর, টেস্ট হয়েছে 85 লাখের কম মানুষের । ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির দাবি অনুযায়ী কোভিশিল্ড বা কো-ভ্যাক্সিন যেটাই দেওয়া হোক, একমাস অন্তর দুটি ডোজ় নেওয়ার পর আরও মাসখানেক বাদে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে । ভোটকর্মীদের প্রথম ডোজ় দেওয়া শুরু হয়েছে । তাই তাঁদের প্রতিরোধ শক্তি গড়ে ওঠার আগেই কাজ করতে হবে ।