কলকাতা, 22 ডিসেম্বর:রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ । ফের সচেতনতার বার্তা দিচ্ছে স্বাস্থ্যভবন । জিনোম সিকোয়েন্সের উপর আরও জোর রাজ্য স্বাস্থ্য দফতরের । মোট 29টি হাসপাতালে আরটিপিসিআর টেস্ট হয় । এদিনের নির্দেশে জানানো হয়েছে, শেষ একমাসে যে ক'টি রিপোর্ট পজিটিভ রয়েছে সেগুলি নির্দিষ্ট কেন্দ্রে পাঠাতে হবে । সেখান থেকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে জিনোম সিকোয়েন্স টেস্ট হবে । কমপক্ষে 5টি রিপোর্ট পাঠাতে হবে । উল্লেখ্য, সম্প্রতি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে জিনোম সিকোয়েন্স ল্যাবের উদ্বোধন হয়েছে (WB Health Department on Covid-19) ।
স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে । সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, রাজ্যের 22টি সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে গত একমাসে যা যা কোভিড কেস এসেছে তার নমুনা পাঠাতে হবে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে । আরও 7টি চিকিৎসা প্রতিষ্ঠানের নমুনা যাবে কল্যাণীর ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে ।
স্বাস্থ্য দফতরের নির্দেশিকা আরও পড়ুন: রাজ্যে এখনই কার্যকর হচ্ছে না কোভিডবিধি, জানালেন মমতা
ট্রপিক্যাল মেডিসিন এবং বায়োমেডিক্যাল জেনোমিক্সে করা হবে জিনোম সিকোয়েন্স । অর্থাৎ, পরীক্ষা করে দেখা হবে যাঁরা করোনা সংক্রমিত হয়েছেন তারা কোনওভাবে নতুন ভ্যারিয়েন্ট বিএফ.7-এ আক্রান্ত হয়েছেন কি না । পাশাপাশি বলা হয়েছে, যে সমস্ত হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানে করোনা চিকিৎসার পরিকাঠামো রয়েছে বা শ্বাসকষ্টজনিত চিকিৎসার পরিকাঠামো রয়েছে, সেখানে কেউ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কেউ আসলে আরটিপিসিআর পরীক্ষা করা বাধ্যতামূলক । ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলায় । প্রত্যেক জেলাকে আলাদাভাবে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, 29 ডিসেম্বরের মধ্যে গত একমাসের যাবতীয় নমুনা ট্রপিক্যাল মেডিসিন এবং বায়োমেডিক্যাল জেনোমিক্স পাঠিয়ে দিতে হবে ।
আরও পড়ুন: কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বিমানবন্দরগুলিকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর