পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sarna Recognition in Bengal: আদিবাসী সম্প্রদায়ের 'সারি-সারনা' ধর্মের স্বীকৃতিতে বিল আনছে রাজ্য - legally recognize Sarna religion of Tribal

পঞ্চায়েত নির্বাচন আসন্ন ৷ তার আগে আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি মেটাতে উদ্যোগ নিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার ৷ এবার সারি, সারনা ধর্ম আইনি স্বীকৃতি পাবে (Tribal Religion Sarna to get Offical Recognition in Bengal) ৷

Tribal Religion Sarna
রাজ্য বিধানসভা

By

Published : Feb 8, 2023, 6:52 AM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের মুখে মাস্টার্স স্ট্রোক দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ৷ দীর্ঘদিন ধরে আদিবাসীদের দাবি থাকলেও তাদের ধর্মকে এখনও পর্যন্ত 'সরকারি' স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ বিজেপি সরকার সে পথে না-হাঁটলেও রাজ্য আদিবাসীদের ধর্মকে আইন এনে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটতে চলেছে ৷ রাজ্য মন্ত্রিসভা আগেই আদিবাসীদের ধর্ম 'সারি' ও 'সারনা'কে স্বীকৃতি দিয়েছিল ৷ এবার বিধানসভায় আইন পাশ করে আদিবাসীদের ধর্মকে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটবে তৃণমূল সরকার ৷

প্রসঙ্গত, আদিবাসীদের ধর্মকে গত জুলাই মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তখনই ঠিক হয়েছিল বিধানসভায় বিল এনে একে আইনি স্বীকৃতি দেওয়া হবে ৷ এর আগে কেন্দ্রের এই মনোভাব নিয়ে প্রচারে নেমেছিল রাজ্যের শাসক দল ৷ সে সময় তৃণমূলের তরফ থেকে আলাদা করে চিঠি লিখে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিও জানানো হয়েছিল কেন্দ্রের কাছে ৷ কিন্তু এরপরও রাজ্যের এই দাবির প্রতি কেন্দ্র দৃষ্টি না দেওয়ায় অবশেষে আইন এনে একে সরকারি স্বীকৃতি দিচ্ছে রাজ্য ৷ বাংলায় বসবাসকারী আদিবাসী সমাজের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে দুই ধর্মকে মান্যতা দেওয়ার প্রস্তাব পাশ করবে সরকার পক্ষ ৷

আরও পড়ুন: 'সারনা' ধর্মকে আইনি স্বীকৃতি দিতে বিল আনছে রাজ্য, 'ড্যামেজ কন্ট্রোল' বলছে বিজেপি

মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএ কমিটির বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, আদিবাসীদের দীর্ঘ দিনের দাবি মেনে সারি এবং সারনা ধর্মকে মান্যতা দেবে রাজ্য সরকার ৷ আদিবাসীরা প্রকৃত অর্থে এই ধর্মাবলম্বী ৷ কিন্তু তাঁদের হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে ৷ তাই তাদের দাবি মেনে স্বীকৃতি দিতে চায় রাজ্য সরকার ৷ রাজনৈতিক মহল মনে করছে, সরকারের এই পদক্ষেপ পঞ্চায়েত নির্বাচনের আগে মাস্টার্স স্ট্রোক হোক ।

আদিবাসী সম্প্রদায়ের দাবি, এই সারি ও সারনা'ই তাঁদের আসল ধর্ম ৷ তথ্য বলছে, বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মধ্যে ধর্মাচরণের রীতিতে কিছু কিছু ফারাক আছে, তবে মূলত তারা প্রকৃতির পূজারী ৷ আদিবাসী সমাজের বক্তব্য, আগে জনগণনার সময়ে তারা নিজেদের ধর্ম উল্লেখ করার সুযোগ পেত ৷ কিন্তু স্বাধীনতার পর থেকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও অন্য সব ধর্মগুলির মধ্যে একটাকে বেছে নিতে বাধ্য হতে হয় তাদের ৷ সেই কারণে ধর্মের আইনি স্বীকৃতি চাইছেন আদিবাসীরা ৷ এবার রাজ্য সরকারের পক্ষ থেকে আদিবাসীদের সেই স্বীকৃতিতে এই বিল আনা হচ্ছে ৷ বিশেষজ্ঞ মহল মনে করছে, পঞ্চায়েত নির্বাচনের আগে সরকারের এই পদক্ষেপ আদিবাসীদের জন্য বড় প্রাপ্তি ৷ এর প্রভাব সরাসরি ভোট বাক্সে পড়তে পারে ৷

আরও পড়ুন: আদিবাসীদের সরনা-সারি ধর্মকোড চালু করুক কেন্দ্র সরকার, চিঠি তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details